ময়মনসিংহে যৌথবাহিনীর অভিযানে শর্টগান-কার্টিজ উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২৫, শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে যৌথবাহিনীর অভিযানে শর্টগান-কার্টিজ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫ ৩:৫৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫ ৩:৫৯ পূর্বাহ্ণ

 

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ:  

ময়মনসিংহে যৌথবাহিনীর অভিযানে একটি দেশিয় শর্টগান ও তিন রাউন্ড কার্টিজ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।  

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে এ ঘটনায় অস্ত্র আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন ওসি মো: সফিকুল ইসলাম খান।

এর আগে এদিন ভোর রাতে নগরীর নাসিরাবাদ কলেজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি মাল্টি সোহাগের বাসা থেকে এই অস্ত্র ও কার্টিজ উদ্ধার করা হয়।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সফিকুল ইসলাম খান ঢাকাপোষ্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাল্টি সোহাগ বিষ্ফোরক মামলা’সহ তিনটি মামলার আসামি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়ে একটি দেশিয় শর্টগান ও তিন রাউন্ড কার্টিজ উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সোহাগ পালিয়ে গেছে। এ ঘটনায় সোহাগের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলমান।  

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ