ময়মনসিংহে ১৬ বছর পর বাঁধাহীন ও স্বাধীনভাবে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জানুয়ারি ১, ২০২৫ ৭:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জানুয়ারি ১, ২০২৫ ৭:৫৮ অপরাহ্ণ

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :
রক্তদানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। টানা ১৬ বছর পর বাঁধাহীন এই কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি ছিল ব্যাপক। এ কারণে খন্ড থন্ড মিছিলে নগরজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
বুধবার (১ জানুয়ারি) দিবসটি উপলক্ষ্যে সকাল থেকে বিকাল পর্যন্ত ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।
এর মধ্যে সকাল ৭টায় দলীয় পতাকাল উত্তোলনের মধ্য দিয়ে দুপুরে রক্তদান কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। এ সময় ড্যাব চিকিৎসকদের সহযোগীতায় বিপুল সংখ্যক নেতাকর্মী রক্তদান কর্মসূচিতে অংশ নেয়। পরে বিকালে দলীয় কার্যালয় থেকে সাবেক ছাত্র নেতাদের উপস্থিতিতে বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। এ সময় র্যালিটি নগরীর নতুন বাজার ও গাঙ্গিনাপাড় হয়ে স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করে।
ময়মনসিংহ উত্তর-দক্ষিণ ও মহানগর ছাত্রদল আয়োজিত যৌথ এই কর্মসূচির নেতৃত্ব দেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন, দক্ষিন জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন, মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক তানভীর আহমেদ রবিন, দক্ষিণের সাধারন সম্পাদক দাউদ রায়হান এবং উত্তর ছাত্রদলের সাধারন সম্পাদক রায়হান শরীফ হলুদ।

এ সময় নেতাকর্মীরা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে আমরা কোন কর্মসূচি পুলিশ ও ছাত্রলীগের মামলা-হামলা ছাড়া করতে পারিনি। ফলে র্দীঘ সময় পর বাধাঁহীন ও স্বাধীনভাবে এই কমসূচি পালিত হওয়ায় নেতাকর্মীরা ভয়হীন ভাবে উপস্থিতি হয়েছে। এটাই বাক স্বাধীনতা ও গণতন্ত্রের প্রকৃত রূপ।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নিয়েছিলেন ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ। এর মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির আহবায়ক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী রানা, একেএম মাহাবুবুল আলমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের র্শীষ নেতৃবৃন্দ।
জনতার আওয়াজ/আ আ
