ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য মাহফুজসহ গ্রেফতার -১০, স্টেডিয়াম এলাকায় স্বস্তি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জানুয়ারি ৮, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জানুয়ারি ৮, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য মাহফুজসহ বিভিন্ন মামলায় গ্রেফতার -১০, স্টেডিয়াম এলাকায় স্বস্তি
ময়মনসিংহে যুবলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ। পৃথক অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে সদরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সংশ্লিষ্ট মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা যুবলীগের সদস্য মো. মাহফুজুর রহমান (৪০)। তিনি নগরের আউটার স্টেডিয়াম এলাকার মুনসুর আলীর ছেলে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে মাহফুজুর রহমান ক্ষমতার প্রভাব খাটিয়ে জমিদখল, চাঁদাবাজি, বালুমহাল নিয়ন্ত্রণ, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করতেন। তার মতের বাইরে গেলেই এলাকায় বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন মামলায় হয়রানি করতেন। তাকে গ্রেপ্তারে এলাকার মানুষ উচ্ছ¡সিত।
গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন- সাইফুল ইসলাম (২৯), মাদক ব্যবসায়ী মো. উজ্জল মিয়া (৪২), মো. খোকন মিয়া (৪৫), মো. তসলিম মিয়া (৩০)। এছাড়া গ্রেপ্তারি পরোনায়াভুক্ত আসামী মো. দুলাল মিয়া (৪৪), মো. হাফিজুর (৩৪), খায়রুল ইসলাম (২৯), মো. মেহেদী হাসান মামুন (৩৩), মুক্তানাহারকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান।
জনতার আওয়াজ/আ আ
