মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করুনঃ এনডিপি - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৬, শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করুনঃ এনডিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ ২০২৫ এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো.মঞ্জুর হোসেন ঈসা এক যৌথ বিবৃতি ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বলেন, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ৫৪ বছর হয়ে গেলেও আজও স্বাধীনতা নানাভাবে হুমকির মধ্যে রয়েছে। ২০২৪ সালের ৩৬ শে জুলাই ৫ই আগস্ট শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধের রক্তের উপর দাঁড়িয়ে আছে যে বাংলাদেশ সেই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানা রকম জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। স্বাধীনতার ৫৪ বছরে জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই। পরস্পর কাঁদা ছোড়াছুড়ি না করে মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪’র গণঅভ্যূত্থানের উপরে দাঁড়ানো বাংলাদেশকে সকলে মিলে ঘুরে দাঁড়াতে হবে। নেতৃবৃন্দ সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং যথাযথ মর্যাদার সাথে মহান স্বাধীনতা দিবস পালনের জন্য এনডিপিসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ ২০২৫ মহান স্বাধীনতা দিবসে যাঁরা মরনোত্তর স্বাধীনতা পেয়েছেন তাঁদের সকলকে গভীর শ্রদ্ধার সাথে এনডিপি স্মরণ করেন এবং একমাত্র জীবন্ত কিংবদন্তী স্বাধীনতা পদকপ্রাপ্ত বদরুদ্দীন উমর স্বাধীনতার পদক প্রত্যাখ্যান করলেও রাষ্ট্র তাঁর প্রতি যে সম্মান প্রদর্শন করেছেন জাতি তা গভীর শ্রদ্ধার সাথে মনে রাখবেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ