মহিউদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহারে আল শাজ্জা বিএনপির অভিনন্দন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৪, বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মহিউদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহারে আল শাজ্জা বিএনপির অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১৪, ২০২৪ ২:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১৪, ২০২৪ ২:০৯ পূর্বাহ্ণ

 

এম এনাম হোসেন, ইউএই

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য অধ্যাপক শেখ মুহাম্মদ মহিউদ্দিন এর বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বিএনপি, যুবদল নেতৃবৃন্দ। আমিরাতের প্রাদেশিক সিটি শারজাহ এর অন্যতম ইউনিট আল শাজ্জা বিএনপির সাধারন সম্পাদক মুহাম্মদ ফরিদুল আলম ফরিদ, আরব আমিরাত যুবদল প্রস্তাবিত কমিটির যুগ্ম সম্পাদক কাজী এরশাদ, যুবদল নেতা নুরুল কবির, আনচারুল ইসলাম, মোহাম্মদ ফারুক মিয়া, সিরাজুল মোস্তফা সুমন, খোরশেদ আলম প্রমুখের পাঠানো যৌথ এক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, কঠিন একটি মুহূর্তে দলের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। অধ্যাপক শেখ মুহাম্মদ মহিউদ্দিন দলের একজন ত্যাগী ও পরীক্ষিত যোদ্ধা। দলের কঠিন সময়ে চট্টগ্রাম দক্ষিণ জেলায় অত্যন্ত সাহসিকতার সাথে অগ্রভাগে নেতৃত্বে দিয়েছেন। নিজের সাংগঠনিক যোগ্যতায় হাজার হাজার কর্মী সৃষ্টি করেছেন, যারা এখন দলের মধ্যে অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে। মানুষ হিসেবে ভুল ভ্রান্তির উর্ধ্বে কেউ ন‌য়। অধ্যাপক শেখ মুহাম্মদ মহিউদ্দিনও এর ব্যাতিক্রম নয়। তিনি তৃণমূল থেকে বেড়ে উঠা একজন সৈনিক হিসেবে ভুলত্রুটিকে শিক্ষা ও শক্তিতে পরিণত করে সহযোদ্ধাদের সাথে নিয়ে চলমান আন্দোলনে অতীতের ন্যায় আবারো রাজপথে সক্রিয় অংশগ্রহণ করবে।

নেতৃদ্বয় আরও বলেন, অধ্যাপক শেখ মুহাম্মদ মহিউদ্দিন তৃনমুল থেকে গড়ে উঠেছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি সহ আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্যের মতো থানা এবং জেলায় দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠা ও সাহসীকতার সাথে পালন করতে সক্ষম হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, নব্বইয়ের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন সহ ফ্যাসিবাদী হাসিনা বিরোধী চলমান আন্দোলনে সমান ভাবে অবদান রেখে চলেছেন অধ্যাপক মহিউদ্দিন। দুর্ভাগ্যবশত দলীয় সিদ্ধান্তে বহিষ্কার হয় এবং নিয়মতান্ত্রিক ভাবে দলের হাইকমান্ড তা প্রত্যাহার করেন। দেশের এই কঠিন সময়ে দলের চমৎকার এই সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানাই। একই সাথে অধ্যাপক শেখ মুহাম্মদ মহিউদ্দিন, আলী আব্বাস ও কারান্তরীণ সাবেক ছাত্রনেতা লিয়াকত আলী চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, সঠিক সময়ে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্যে দিয়ে চট্টগ্রাম দক্ষিণে গড়ে উঠা হাসিনা বিরোধী আন্দোলনে এক কঠিন ইস্পাত শক্তির সঞ্চার হবে।

নেতৃবৃন্দ বলেন, দেশে আজ অবৈধ হাসিনা জগদ্দল পাথরের মতো মানুষের ঘাড়ে চেপে বসেছে। জনগণকে অধিকার বঞ্চিত করে রেখেছে। গনতন্ত্র হরণ করেছে, স্বাধীনতা কেড়ে নিয়েছে। ভারতের তাঁবেদারি করে একটি স্বাধীন দেশকে ছিন্ন ভিন্নকরে দিয়েছে। এভাবে একটি দেশ চলতে পারে না। কাজেই নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রনায়ক তারেক রহমান এর নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে চুড়ান্ত আন্দোলন করে বাংলাদেশেকে রক্ষা করতে হবে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com