মুখে অক্সিজেনের মাস্ক, পা মুড়ে বসে রয়েছে হরিণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মে ১, ২০২৩ ৬:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মে ১, ২০২৩ ৬:২৮ অপরাহ্ণ
মুখে অক্সিজেনের মাস্ক, পা মুড়ে বসে রয়েছে হরিণ। চোখেমুখে অসুস্থতার ছাপ। পাশেই রাখা অক্সিজেন সিলিন্ডার। সেই সিলিন্ডার ধরে পাশে ঠাঁয় বসে রয়েছেন এক যুবক। তার চোখেমুখেও চিন্তার ছাপ। যার জন্য যুবকও উদ্বিগ্ন।
হরিণের জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে বসে রয়েছেন এক যুবক— এমনই একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে। যদিও এই ছবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ছবিটিতে দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে বসে রয়েছে একটি হরিণ। তার মুখে অক্সিজেনের মাস্ক লাগানো। পাশেই রাখা রয়েছে একটি অক্সিজেন সিলিন্ডার। যা ধরে বসে রয়েছেন ওই যুবক।
অক্সিজেন সিলিন্ডারের সাহায্যে শ্বাস নিচ্ছে হরিণটি। এর ফলে সে সুস্থ বোধ করছে। মানুষ এবং জন্তুর এমন মর্মস্পর্শী ছবি দেখে মোহিত হয়ে গিয়েছেন সকলে। ছবিটি টুইট করেছেন প্রবীণ কাসওয়ান নামে ভারতীয় বন দফতরের এক কর্মকর্তা। ঘটনাটি কোন এলাকার তা জানা যায়নি।