মুজিব দেবতা নয় অসুর : আবু ফাহাদ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৪৭, সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মুজিব দেবতা নয় অসুর : আবু ফাহাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রক্তবীজ অসুরের শরীর থেকে যত ফোঁটা রক্ত মাটিতে পড়তো তত অসুর জন্ম নিতো। কিন্তু কালী সেই অসুরকেও ধ্বংস করেছিলো।

হাসিনা নিজেকে টিকিয়ে রাখতে মুজিবকে রক্তবীজ অসুর বানিয়ে ফেলেছিলো। আর তার একমাত্র অস্ত্রই ছিলো তার পিতা শেখ মুজিব। পিতাকে এমন ভাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলো যাতে সেই নাম নেওয়ার সাথে সাথে সকল পাপের লাইসেন্স পাওয়া যায়।

আমরা আগের ইতিহাস কম বেশি সবাই জানি। গত ১৭ বছরের দিকে তাকাই। ঘুম থেকে উঠার পর থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সবার জীবন মুজিবময় করে ফেলেছিলো হাসিনা। আপনার আশেপাশের সব প্রতিষ্ঠান মুজিবের নামে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কালভার্ট, রাস্তাঘাট, খেলার মাঠ সবই মুজিবের নামে না হয় শেখ পরিবারের নামে। এমনকি বাচ্চাদের বই! প্রথম পাতায় মুজিব, প্রতি পাতায় মুজিব, শেষ পাতায় মুজিব!

এমন ভাবে মুজিবের নাম এই প্রজন্মের মাথায় ঢুকানোর চেষ্টা করেছে যাতে এই প্রজন্ম মুজিবকে দেবতার আসনে বসায়। কিন্তু তা হয়েছে কি?

মুজিব দেবতা না হয়ে যেনো হয়েছে কালীর পায়ের নিচে থাকা অসুর!

বাকশালের প্রতিষ্ঠাতা মুজিবকে এত এত স্বত্ত্বার অধিকারী করতে চেয়েছে যে যাতে দেবতার নাম থাকে সর্বত্র। এই দেবতাকে কেন্দ্র করে সকল অন্যায়, অবিচার, অত্যাচারকে বৈধ করে নেয়া যায়। এক মুজিববাদই যেনো হাজার পাপকে পুণ্যতে রূপান্তরের মেশিন।

পলাতক হাসিনা অন্ধ হয়ে গিয়েছিলো মুজিববাদের অন্ধকারে। সেই অন্ধকারে বসে হাসিনা বুঝতেই পারে নাই এই জেনারেশন এতটা বোকা না। তারা কারো দেখানো পথে না হেঁটে নিজেরা পথ সৃষ্টি করে আলোর দিকেই হাঁটতে চায়। আর এ কারণেই হাসিনার অসুর তত্ত্ব এই জেনারেশনকে বধ করতে পারে নাই।

হাসিনার পাপ এত বেশি হয়ে গিয়েছিলো যে তা ঢাকার জন্য মুজিববাদ নামে একনায়কতন্ত্র ঢাল প্রতিষ্ঠা করে তার আড়ালে নিজেকে নিরাপদ করতে চেয়েছিলো।

শিবের আশীর্বাদপুষ্ট রক্তবীজ নামের অসুরকে ধ্বংস করেছিলো কালী যিনি পার্বতী থেকেই সৃষ্ট। আর হাসিনার মুজিববাদকে ধ্বংস করেছে জেন জি যারা তাদের পূর্বপুরুষদের নির্যাতিত হতে দেখেছে হাসিনার হাতে। হাসিনা বাহ্যিক ভাবে যতই এই জেনারেশনকে মুজিববাদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে এই জেনারেশন ততই তা ঘৃণার চোখে দেখেছে।

তার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই শেখ মুজিবের মূর‍্যাল, স্মৃতিফলক, নামফলক, ৩২ এর বাড়ি ভাংচুরের ঘটনাগুলোতে। এই জেনারেশনকে মুজিব নিয়ে এত পড়িয়েছে, এত গল্প বলেছে, এত চিত্র দেখিয়েছে যেগুলো তার প্রতি ভালোবাসা বাড়ানোর কথা ছিলো কিন্তু ঘটনা হয়েছে তার উল্টো। এই জেনারেশনের মনে এটাই এখন শক্তপোক্ত ভাবে স্থান গেড়েছে, মুজিব দেবতা নয় অসুর।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ