মোবাইল বর্তমান যুদ্ধের বড় হাতিয়ার: মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩০, শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মোবাইল বর্তমান যুদ্ধের বড় হাতিয়ার: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫ ৭:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫ ৭:০৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, মোবাইল এখন যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার। আমরা অনেকে এটা উপলব্ধি করতে পারি না। এটাই শত্রুকে পরাজিত করতে পারে। ২০২৪ সালের ৫ আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলন এতো দ্রুত স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে গেছে কী কারণে? এই হাতিয়ারের কারণে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। খালেদা জিয়ার কোর্টে দেওয়া জবানবন্দির ওপর রচিত ‘রাজবন্দির জবানবন্দি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল আলমগীর বলেন, মোবাইল প্রযুক্তিতে বিএনপি অনেক দুর্বল। এখানে আমাদের সবল হতে হবে এবং দীপ্ত পদচারণা থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের উপস্থিতি অনেক কম।

তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আমরা কেন জানি নিজেদের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গায় থাকতে পারছি না। কি দুর্ভাগ্য এখন যেটা শুরু হয়েছে, এটা সুস্থ ব্যাপার না। ক্ষমতায় টিকে থাকার জন্য একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। ক্ষমতায় তখনি টিকে থাকতে পারবেন, যখন এখানে একটা স্থিতিশীলতা আসবে।

বিএনপির মহাসচিব বলেন, সংস্কার-সংস্কার বলা হচ্ছে। আরে সংস্কার তো আমরাই প্রথম শুরু করেছি, জিয়াউর রহমান প্রথম সংস্কার করেছেন, একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। সংবাদপত্রের স্বাধীনতা, মুক্তবাজার অর্থনীতি নিয়ে এসেছেন। জিয়াউর রহমানের ১৯ দফাই বড় সংস্কার। আমাদের বড় বড় বুদ্ধিজীবীরা এটাকে সামনে আনবে না। কারণ তারা এখন মাটির মানুষের কাছাকাছি যেতে পারেননি।

তিনি বলেন, আজকে খালেদা জিয়া মুক্ত হয়ে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন। তিনি গিয়েছেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে। পথে পথে লাখ লাখ মানুষ অভিনন্দন জানিয়েছেন ভালোবাসা থেকে। আন্তর্জাতিকভাবে তিনি যে সম্মান পেয়েছেন, কোথাও বাধা পেতে হয়নি। আমরা যেখানে যেটা দরকার চেয়েছি, সঙ্গে সঙ্গে করে দিয়েছে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ