মৌলভীবাজার জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ১৯, ২০২২ ৭:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ১৯, ২০২২ ৭:৩৫ অপরাহ্ণ

যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ ভাইয়ের গ্রামের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে মৌলভীবাজার জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে ও জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল আহমেদ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকাল ০৩টার সময় বিক্ষোভ মিছিলটি শহরের টিশি মার্কেটের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চৌমোহনার চতুষ্পদ প্রদর্শন শেষে শহরের হামিদিয়া পয়েন্টের সামনে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল আহমেদ। অন্যদের মধ্যে মোঃ সোহাগ আহমেদ, মোঃ জাকির হুসেন অপু, মোঃ সাহেদ আহমেদ, মোঃ আবু তালেব, মোঃ রনি আহমেদ, মোঃ ইমন হুসেইন, মোঃ আল আমিন, মোঃ তাজুদ, মোঃ কামরুল ইসলাম, মোঃ নাহিদ, মোঃ আক্তার হুসাইন।
জনতার আওয়াজ/আ আ
