যারা দলের সিদ্ধান্ত মানবে না তারা দলের লোক নয়: নয়ন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২৭, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যারা দলের সিদ্ধান্ত মানবে না তারা দলের লোক নয়: নয়ন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০২৪ ১০:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০২৪ ১০:১৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
যারা দলের হুকুম ও সিদ্ধান্ত মানবে না তারা দলের লোক নয় বলে কঠোর হুশিঁয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন, কোনো রকমের চাঁদাবাজি, দখলদারি, অত্যাচার-নিপীড়নের মধ্যে যুক্ত হবেন না।

সোমবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর সেনা কল্যান অডিটোরিয়ামে এক যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে মোনায়েম মুন্না এসব কথা বলেন।

স্বাধীনতার মূল চেতনা- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের নতুন পথযাত্রায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিক-নির্দেশনামূলক এই যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

আপনারা দেখেছেন জুলাই-আগস্টের বিপ্লবে কিভাবে আমাদের সন্তানদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। এবারের আন্দোলন কিন্তু হিন্দু-মুসলমানদের কোন বৈষম্যের আন্দোলন ছিল না। এই আন্দোলন ছিল অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সেই আন্দোলনে কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের অনুরোধ করব চলমান পরিস্থিতে আমাদের শৃঙ্খলায় থাকতে হবে, শান্তিতে থাকতে হবে।

সম্প্রীতি বজায় রেখে সকল বৈষম্য দূরীকরণের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বিএনপি। বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। সকল ধর্মে বিশ্বাসী। বাংলাদেশের সকল ধর্মের মানুষ ধর্মীয় স্বাধীনতায় সম্পূর্ণরূপে বিশ্বাসী। সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় বহাল থাকবে। যারা বিভিন্ন সম্প্রদায়ের লোক বলে আখ্যায়িত হতে চায়, আমি বলি আমরা সবাই বাংলাদেশি নাগরিক।

সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান, সভাপতি হাসান মো: জসিম,, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী, সেচ্ছাসেবক দলের সভাপতি সরোয়ার উদ্দিন সেলিম, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ন-সম্পাদক এস, এম ফয়সাল, সভাপতি জাহিদুল আফসার জুয়েল, সাধারণ সম্পাদক মনিরুল আলম জনী, চবি সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ আল নোমান প্রমুখ

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com