যুক্তরাজ্যে গাড়ির ধাক্কায় ছেলে-মেয়েসহ নিহত হবিগঞ্জের আলমগীর – জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৭, শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুক্তরাজ্যে গাড়ির ধাক্কায় ছেলে-মেয়েসহ নিহত হবিগঞ্জের আলমগীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১২, ২০২৩ ২:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১২, ২০২৩ ২:৩৩ অপরাহ্ণ

 

আইসিইউতে অন্তঃসত্ত্বা স্ত্রী

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় দুই সন্তানসহ এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ব্যবসায়ীর অন্তঃসত্ত্বা স্ত্রী। তিনি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। তাদের বাড়ি নবীগঞ্জের নয়মৌজা কল্যাণপুরে।

দুর্ঘটনায় নিহতরা হলো- নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আব্দুল কালামের ছেলে আলমগীর হোসেন সাজু (৩০), আলমগীরের দুই সন্তান জাকির হোসেন (৯) ও মাইরা হোসেন (৪)।

নিহতের স্বজনরা জানান, তারা বার্মিংহাম শহরের কাছে ওয়ালসালের পেন্টক শেরিডান স্ট্রিটে বসবাস করেন। আলমগীর হোসেন সাজু পরিবারের সবাইকে নিয়ে একদিনের ভ্রমণে বার্মিংহাম থেকে লেস্টারে গিয়েছিলেন। সোমবার স্থানীয় সময় বিকেলে ফেরার পথে তাদের বহনকারী বিএমডব্লিউ কারটিকে একটি লরি ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাজু ও তার ছেলে জাকির নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় মেয়ে মাইরা হোসেনের। তার স্ত্রী সেখানকার একটি হাসপাতালে আইসিইউতে রয়েছেন।

আলমগীর হোসেন সাজুর আত্মীয় কুর্শি ইউনিয়নের কাদমা গ্রামের জাকির হোসেন জানান, তিনি সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করছেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশে আসেন না। কল্যাণপুরে তাদের বাড়ি রয়েছে তবে সেখানে কেউ এখন আর থাকে না। হঠাৎ তাদের মৃত্যুর খবর পেয়ে আমরা হতভম্ব হয়ে গেছি।

কুর্শি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, লন্ডন প্রবাসী আলী আহমদ মুসা বলেন, দুর্ঘটনায় আলমগীরের স্ত্রী গুরুতর জখম পেয়েছেন। তাঁর চিকিৎসা চলছে।

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্যে বসবাসরত নূর উদ্দিন চৌধুরী বুলবুল বলেন, আলমগীর হোসেন সাজু বার্মিংহামের একজন ব্যবসায়ী।

নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কল্যাণপুর গ্রামের বাসিন্দা কাজী ওবায়দুল কাদের হেলাল জানান, আলমগীর যখন ছোট ছিল, তখন দুইবার বাংলাদেশে আসে। এরপর দীর্ঘসময় বাংলাদেশে আসেনি।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ