যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক জোন ৪ এর উদ্যোগে লুটনে প্রাক প্রস্তুুতি সভা অনুস্টিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, আগস্ট ২৭, ২০২৩ ২:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, আগস্ট ২৭, ২০২৩ ২:০০ অপরাহ্ণ

স্টাপ রিপোর্টার
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে দফা ১ দাবি ১ শ্লোগান কে সামনে রেখে যুক্তরাজ্য বিএনপির ২৯ আগষ্ট লন্ডনের হাইড পার্ক কর্ণার থেকে ওয়েস্টমিনস্টার পর্যন্ত গণ পদযাত্রা সফল করার লক্ষ্যে লুটনে গ্রান্ড পার্ক হলে ২২ আগষ্ট ২০২৩ রোজ মঙ্গলবার সন্ধ্যা সাত ঘটিকায় এক প্রাক প্রস্তুতি সভা অনুস্টিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন হুমায়ূন আহমেদ সাংগঠনিক সম্পাদক জোন ৪ এবং সভা পরিচালনা করেন রাজু আহমেদ সহ সাংগঠনিক সম্পাদক জোন ৪।
সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মিনাল আহমদ চৌধুরী সহ সভাপতি যুক্তরাজ্য যুবদল।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব এম এ মালেক সভাপতি যুক্তরাজ্য বিএনপি ও প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কয়ছর এম আহমদ সাধারণ সম্পাদক যুক্তরাজ্য বিএনপি।
এবং বিশেষ অতিথি হিসাবে ছিলেন আবেদ রাজা প্রধান সমন্বয়ক জোন ৪ ও সহ সাধারণ সম্পাদক যুক্তরাজ্য বিএনপি।
খসরুজ্জামান খসরু যুগ্ন সাধারণ সম্পাদক যুক্তরাজ্য বিএনপি। হেলাল নাসিমুজ্জামান যুগ্ম সাধারণ সম্পাদক যুক্তরাজ্য বিএনপি।
আসাদুজ্জামান আহমদ সহ সাধারণ সম্পাদক যুক্তরাজ্য বিএনপি। সালেহ আহমদ জিলান সহ সাধারণ সম্পাদক যুক্তরাজ্য বিএনপি। কে আর জসিম সহ সাধারণ সম্পাদক যুক্তরাজ্য বিএনপি, সেলিম আহমদ সহ দপ্তর সম্পাদক যুক্তরাজ্য বিএনপি, আব্দুল হাই সাবেক আহবায়ক লুটন বিএনপি, মো কবির আহমদ সাধারণ সম্পাদক জগন্নাথপুর উপজেলা বিএনপি। মনজুর আহমদ শাহনাজ সাবেক যুগ্ম আহবায়ক লুটন বিএনপি, মনসুর আহমদ রুবেল সাবেক সাধারণ সম্পাদক লুটন বিএনপি, এমদাদুল হক পাবেল সাবক সদস্য লুটন বিএনপি, মুজাহিদ খান সাবেক সদস্য লুটন বিএনপি,
জোবায়ের আহমদ আকিক চৌধুরী সাধারণ সম্পাদক সেন্ট আলবান্স বিএনপি, সুহেল আহমদ সদস্য যুক্তরাজ্য বিএনপি, আনিসুর রহমান সভাপতি লুটন যুবদল, মামুন আহমদ সাধারণ সম্পাদক লুটন যুবদল।
আরও উপস্থিত ছিলেন মস্তফা মিয়া বিএনপি নেতা, আব্দুলা মিয়া বিএনপি নেতা, আঃ ওয়াহিদ সাহেল মিল্টন কিংন্স বিএনপি নেতা, মিসবা উদ্দিন কল চেষ্টার বিএনপি নেতা,আহমেদ দুদু কল চেষ্টার নেতা, আবুল কালাম আজাদ মিল্টন কিংস বিএনপি নেতা ও তালাত মাহমুদ বিএনপি নেতা ও আরও অনেক।
জনতার আওয়াজ/আ আ
