যুক্তরাষ্ট্রে সহস্রাধিক অভিবাসী গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪২, রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে সহস্রাধিক অভিবাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৮, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৮, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ব্যাপকহারে ধরপাকড়ের শিকার হচ্ছে অবৈধ অভিবাসীরা। সোমবার (২৭ জানুয়ারি) ১,১৭৯ অভিবাসীকে গ্রেপ্তার করেছে।

মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রতিদিন সীমান্ত অতিক্রমের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬০০ জনে, যা সফলতার শুরু হিসেবে দেখছেন অভিবাসী প্রতিরোধে মোতায়েন মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খবর আনাদোলু এজেন্সির।

মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, সোমবার তারা ১,১৭৯ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। এর আগের দিন রোববার ৯৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ায় তারা এ অভিযান করছেন।

গত রবিবার দক্ষিণ সীমান্ত দিয়ে ৬০০ জনেরও কম অভিবাসী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর সংখ্যাটি আশ্চর্যজনকভাবে কম।

প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ২০ জানুয়ারি দায়িত্ব নেন ট্রাম্প। সেদিনই মেক্সিকোর সঙ্গে সীমান্ত এলাকাজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি। এরই মধ্যে সীমান্ত এলাকায় অতিরিক্ত দেড় হাজার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। কর্মকর্তারা বলছেন, সামনেই আরও হাজার হাজার সেনা মোতায়েন করা হতে পারে। এতে অভিবাসী ধরপাকড় আরও বাড়বে।

আমেরিকা থেকে ইতোমধ্যে অভিবাসী নির্বাসন শুরু হয়েছে। অবৈধ অভিবাসীদের বিমানে করে তাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ব্রাজিল, কলম্বিয়া, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, মেক্সিকো, পানামা ও ভেনেজুয়েলায় অভিবাসীদের বিমানে করে রেখে আসা হয়েছে।

তবে মেক্সিকোর কাছে বড় ধাক্কা খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে একটি সামরিক বিমান অবতরণের অনুমতি চেয়েও সাড়া পায়নি তার প্রশাসন। যুক্তরাষ্ট্রের মুখের ওপর না করে দিয়েছে মেক্সিকো।

শুক্রবার (২৪ জানুয়ারি) গুয়েতেমালায় মার্কিন সামরিক বাহিনীর তিনটি ফ্লাইট অবতরণ করে। প্রতিটি ফ্লাইটে প্রায় ৮০ জন করে অভিবাসী ছিল। মেক্সিকো নিয়েও একই ধরনের পরিকল্পনা ছিল ট্রাম্পের। এজন্য সেখানে একটি সি-১৭ পরিবহন বিমান অবতরণের জন্য অনুমতি চাওয়া হয়। কিন্তু মেক্সিকো তাতে সায় দেয়নি। শেষ পর্যন্ত মেক্সিকো নামতেই পারেনি মার্কিন সামরিক বিমান।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ