যুবদল নেতাকে পেটালেন জিয়া পরিষদ ও প্রজন্মদলের নেতাকর্মীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২০, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুবদল নেতাকে পেটালেন জিয়া পরিষদ ও প্রজন্মদলের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ৭, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ৭, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
চাঁদাবাজির অভিযোগ এনে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা যুবদলের আহ্বায়ক ইমরান হোসেন নৌশাদকে মারধরের ঘটনা ঘটেছে। শহীদ জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক টুটুল ও জিয়া প্রজন্মদলের যুগ্ম-আহ্বায়ক সজীবের নেতৃত্বে তাকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ২টার দিকে মিঠামইন উপজেলা সদর বাজারের শিকদার গেস্ট হাউজের নিচে এ ঘটনা ঘটে। যুবদল নেতাকে পেটানোর ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ নৌশাদকে লাঠি দিয়ে বেধড়ক পেটানো থাকেন টুটুল ও সজীবের নেতৃত্বে ১০-১২ জন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মিঠামইন উপজেলা যুবদলের আহ্বায়ক ইমরান হোসেন নৌশাদ বলেন, ‘আমাকে মারধরের কারণ জানি না। তবে আমি কারও কাছ থেকে কোনো চাঁদা দাবি করিনি। বিষয়টি জেলা যুবদল ও বিএনপিকে জানিয়েছি। আমি খুবই অসুস্থ। সুস্থ হয়ে থানায় অভিযোগ করবো।’

এ বিষয়ে অভিযুক্ত টুটুল মোবাইল ফোনে বলেন, ‘জ্বি, জ্বি মারছি। আমার গোষ্ঠীর দাদা মোমেদ আলীর দোকান একমাস আগে জোর করে বন্ধ করে দেয় নৌশাদ। সে বলেছে, দোকান চালু করতে হলে তাকে এক লাখ টাকা ও মাসে চান্দা (চাঁদা) দিতে হবে।’

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন বলেন, ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা জড়িত, তাদের দল থেকে বহিষ্কার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ