যুবদল নেতা এনামের মুক্তির দাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ১১, ২০২৪ ১০:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ১১, ২০২৪ ১০:১৩ অপরাহ্ণ
জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পল্টন থানা যুবদলের উদ্যোগে এই মিছিল হয়।
প্রসঙ্গত, রাজধানীর পল্টন থানার চার মামলায় দণ্ডিত যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম গত ১১ জুন আইনজীবীর মাধ্যমে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তারপর থেকে কারাগারে রয়েছেন এনাম।