যেখানে মব, সেখানেই গ্রেপ্তার: মাহফুজ আলম
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ৯, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ৯, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
এখন থেকে যে যেখানে মব করবে তাকে সেখানেই গ্রেপ্তার করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রবিবার (৯ মার্চ) আইন-শৃঙ্খলাবিষয়ক বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ হুশিয়ারি দেন তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, দেশে যেই ঘটনা এখন চলছে এর সঙ্গে জড়িতরা যে ধর্ম, মত বা পথের হোক না কেন কেউ ছাড় পাবে না। সরকার এত দিন বিষয়টি সহ্য করলেও আজ থেকে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।
গত সাত-আট মাসে যতগুলো মব হয়েছে সবগুলোর তথ্য সরকারের কাছে আছে বলে জানান তিনি।
মবসহ যেসব ঘটনাগুলো এখন চলছে তা যাতে মিডিয়ায় সঠিকভাবে উপস্থাপন করা হয় সে জন্য মিডিয়ার স্টেক হোল্ডারদের সঙ্গে শিগগিরই বৈঠক করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা।
মানুষের কাছে কোনোভাবেই ভুল সংবাদ প্রচার না হয় সে বিষয়ে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
জনতার আওয়াজ/আ আ
