রংপুরে থমথমে পরিস্থিতি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৬, বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রংপুরে থমথমে পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২০, ২০২৪ ১:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২০, ২০২৪ ১:১৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
কারফিউ জারির পর শনিবার সকাল থেকেই রংপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রংপুরের প্রধান সড়কগুলোতে টহল দিচ্ছে সেনাবাহিনী।

সেখানকার প্রধান সড়কে যান চলাচল দেখা যায়নি বলে জানান স্থানীয় সাংবাদিক শাহরিয়ার মিম। এছাড়াও শহরের বিভিন্ন মোড়ে সীমিত পরিসরে স্থানীয় লোকজনকে দেখা গেছে বলে জানান তিনি।

এর আগে শুক্রবার বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষে রংপুরে তিনজন নিহত হয়।

এছাড়া আগুন দেয়া হয় রংপুর শহরের তাজহাট থানা, ডিবি পুলিশের কার্যালয় এবং একটি উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে। এছাড়াও পুলিশ কার্যালয়ে রাখা কিছু গাড়ি লুট করা হয় এবং কয়েকটি গাড়ি সড়কে এনে আগুন দেয়া হয়।

এসময় ঢাকা ব্যাংকের বুথে ভাংচুর চালায় বিক্ষোভকারীরা।সূত্রঃ বিবিসি বাংলা

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ