রাজধানীতে সতর্ক অবস্থানে পুলিশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, আগস্ট ২৫, ২০২৩ ৩:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, আগস্ট ২৫, ২০২৩ ৩:৪০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
সরকার পতনের একদফা দাবিতে আজ শুক্রবার রাজধানীতে কালো পতাকা বিছিল করবে বিএনপিসহ সমমনা দলগুলো। অন্যদিকে বিএনপির যুগপৎ আন্দোলনের বিপরীতে শান্তি সমাবেশের আয়োজন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠ বেশ সরগরম। তাই যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ।
শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর শান্তিনগর, নাইটিঙ্গেল মোড়, পুরানা ও নয়াপল্টন ও বঙ্গবন্ধু এভিনিউতে প্রচুর পুলিশ সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মোতায়েন করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রয়েছে জলকামান, প্রিজন ভ্যানও। সরেজমিন দেখা যায়, নয়াপল্টন ও বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় পুলিশ সদস্যদের তৎপরতা সবচেয়ে বেশি। কাউকে সন্দেহ হলেই করছেন তল্লাশি।
ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রাজনৈতিক পাল্টাপাল্টি কর্মসূচির কারণে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো গোয়েন্দা তথ্য নেই। তারপরও যেহেতু বেশ কয়েকটি দলের রাজনৈতিক কর্মসূচি রয়েছে, তাই দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে বিপুল পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
রাজধানীর পুরানা পল্টন মোড়ে দায়িত্বরত ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, শুক্রবার আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক কর্মসূচি রয়েছে। দুপুর থেকে পুলিশের বেশ কয়েকটি দল এ এলাকায় মোতায়েন রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ও জনগণের জানমাল রক্ষার জন্যই আমরা কাজ করে যাচ্ছি।
জনতার আওয়াজ/আ আ
