রাজপথে ছিলাম, রাজপথেই থাকবো: ফরহাদ শামীম - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৫, সোমবার, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজপথে ছিলাম, রাজপথেই থাকবো: ফরহাদ শামীম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২০, ২০২৩ ১:২১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২০, ২০২৩ ১:২১ পূর্বাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেছেন, রাজপথ ও জেলখানাই আমার ঠিকানা। অতীতে আপনাদের সাথে নিয়ে রাজপথে ছিলাম। ইনশাআল্লাহ ফ্যাসিবাদের পতন ঘটাতে আপনাদেরকে সাথে নিয়ে রাজপথেই থাকবো।

তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়ার আদর্শিক কর্মিদের কাছে পদ পদবী মুখ্য নয়। পদ পদবী ক্ষনিকের, নেতাকর্মীদের ভালোবাসা ও নৈতিকতা নিয়ে পথ চলা সারা জীবনের। তৃনমুলের নেতাকর্মীদের যে ভালোবাসা পেয়েছি তা আমার আগামী দিনের পথ চলার পাথেয় হয়ে থাকবে।

রবিবার বিকেলে নগরীর মুসলিম সাহিত্য সংসদে (সুলেমান হল) সিলেট মহানগরীর ২৭ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দদের নিয়ে আয়োজিত ধন্যবাদ ও কৃতজ্ঞতা সভায় তিনি একথাগুলো বলেন।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগরীর ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান চৌধুরী।

সভা পরিচালনা করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল।

সভায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে মহানগর বিএনপির সদ্য সাবেক আহবায়ক কমিটির নেতৃবৃন্দ, মহানগরীর ২৭ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com