রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ মালদ্বীপের নতুন দূত হচ্ছেন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ২৩, ২০২২ ৩:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মে ২৮, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদকে মালদ্বীপের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (২৩ ফেব্রুয়ারি) এক বার্তায় এই তথ্য জানিয়েছে।
নতুন নিয়োগ পেতে যাওয়া রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ বর্তমান হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের স্থলভিষিক্ত হবেন।
জানা গেছে, রিয়ার অ্যাডমিরাল আবুল কালাম আজাদ বিগত ১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। এরই মধ্যে তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। আবুল কালাম আজাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে নৌবাহিনীর ফ্লিট কমান্ডারের দায়িত্বে ছিলেন। রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম পেশাগত দক্ষতার জন্য ‘নৌ গৌরব পদক’ পেয়েছেন। দাম্পত্য জীবনে তিনি দুই সন্তানের জনক।
এর আগে ২০২০ সালের মার্চে মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানকে নিয়োগ দেয় সরকার। প্রায় দুই বছরের কম সময় দায়িত্ব পালন শেষে সম্প্রতি তাকে দেশে ফিরিয়ে আনা হয়। মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (লেবার) মো. সোহেল পারভেজ বর্তমানে ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
জনতার আওয়াজ/আ আ
