রূপগঞ্জে ও সোনারগাঁয়ে বিএনপির ২৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা বিএনপির অভিযোগ গায়েবী - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫৯, সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রূপগঞ্জে ও সোনারগাঁয়ে বিএনপির ২৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা বিএনপির অভিযোগ গায়েবী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ৩০, ২০২৩ ৭:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ৩০, ২০২৩ ৭:৩০ অপরাহ্ণ

 

এম আর কামল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সোনারগাঁও উপজেলায় নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে ২টি থানায় মামলা করেছে। এতে আসামী করা হয়েছে বিএনপির ২৩৯ নেতাকর্মীকে। এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বরেছেন, এ গুলো গায়েবী মামল। এধরনের কোন ঘটনা ঘটেনি।
সোনারগাঁয়ের কাঁচপুরে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপি’র সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে প্রধান আসামি করে ৮৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) সকালে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মুহিবুল্লাহ বাদী হয়ে মামলা করেছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম সুমনমামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মুহিবুল্লাহ বাদী হয়ে মামলা করেছেন। মামলায় এজাহারনামীয় অভিযুক্তদের ধরতে পুলিশ কাজ করছে।
মামলা সূত্রে জানা গেছে, কাঁচপুরে ককটেল বিস্ফোরণ, সড়কে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ ৮৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আরও ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করা হয়। গত ২৮ অক্টোবর রাতে কাঁচপুরে বিএনপি নেতারা ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় বলে মামলায় উল্লেখ করা হয়।
রূপগঞ্জে বিএনপির ৭৪ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার-১ : অপরদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ৭৪ জনের নামে মামলা করেছেন ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক।
রবিবার (২৯ অক্টোবর) রাতে রূপগঞ্জ থানায় এ মামলা করেন তিনি।
মামলায় অভিযুক্তরা হলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, শফিকুল ভুঁইয়া, মো. লিটন সরকার, আসাদুজ্জামান ফকির, শামীম মিয়া, রুবেল মিয়া, শাহীন আকন্দ, রাসেল ভুঁইয়া, আনিসুর রহমান, মো. ফিরোজ প্রধান, মো. আরজু ভুঁইয়া, মো. সানোয়ার খান, ওসমান, মনির হোসেন, আফজাল কবির, পিন্টু, মনির হোসেন, কাশেম, তারেক, দেলোয়ার হোসেন ঝন্টু, প্রিন্স, আব্দুস সামাদ, আশরাফুল হক রিপন, মো. নাহিদ, রফিকুল ইসলাম, মো. সামসুল, শিপলু মিয়া, রাজিব, মো. সারোয়ার সজীব, কোহিনুর আলম, দানিস , মিখুন ভ‚ইয়া, রিফাত মিয়া, এম এ হালিম, মো. হারুন অর রশিদ মিয়াজী, মো. শামীম, মো. আলমগীর, মো. মনির, জাকির হোসেন, মো. মামুন, মো. সোহেন (৩৬), আব্দুল হানিফ, গোলজার হোসেন, মো. আজিম, আজিজ মাস্টার, সাইফুল ইসলাম সমর, মো. মোস্তফা, মো. মোর্শেদ ভ‚ইয়া খোকন মিয়া, দেলোয়ার মিয়া, আনোয়ার মিয়া, জাহাঙ্গীর মিয়া, জসিম মিয়া, মোফাজ্জল, জীবন বাবু , বজলু মিয়া, আশরাফুল, নবী, সৈকত, নুরু মিয়া, ছাত্তার, শাহীন, জাকির হাজী, রাকিব, সায়েম , সালেহ আহমেদ, মো. আলমগীর ও জাহাঙ্গীর হোসেন।
মামলার বিষয়ে আবু বক্কর জানান, বিএনপি নেতাকর্মীরা অকস্মাৎ আবু বক্করের ওপর হামলা চালান। এসময় ওই ছাত্রলীগ ধর বলে তার মোটরসাইকেলটি ভাঙচুর করেন আগুন ধরিয়ে দেন।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, একটি মামলা হয়েছে। মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ