রূপগঞ্জ থেকে ছাত্রলীগের ১০ নেতা গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:১০, রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রূপগঞ্জ থেকে ছাত্রলীগের ১০ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩ ফেব্রæয়ারি) শেষ রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা সবাই নরসিংদীর বিভিন্ন উপজেলা ছাত্রলীগের নেতা।
গ্রেফতাররা হলো, নরসিংদীর শিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাজায়েল ভ‚ঁইয়া রয়েল, পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক আকন্দ, একই উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, পলাশ শিল্পাঞ্চল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান, পলাশ উপজেলা ছাত্রলীগের সদস্য মো. রাজু মিয়া, শিবপুর উপজেলা ছাত্রলীগের সদস্য ফরহাদ আফ্রাদ, মনোহরদী উপজেলা ছাত্রলীগের সদস্য জাহিদ মোল্লা, মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মনির, পলাশ উপজেলা ছাত্রলীগের সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম ও বেলাব ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক ভ‚ঁইয়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় একটি হাইয়েস গাড়িসহ তাদের গ্রেফতার করে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, সন্ত্রাস বিরোধী আইনে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছে ব্যানার, ফেস্টুন এবং লিফলেট উদ্ধার করা হয়। তারা কি কারণে এগুলো নিয়ে এসেছিল সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার (৪ ফেব্রæয়ারী) দুপুরে গ্রেফতারদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতের প্রেরণ করা হয়ে

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ