লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের সাথে আবুল কাহেরের মতবিনিময় – জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩৩, বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৪ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের সাথে আবুল কাহেরের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৮, ২০২৩ ৪:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৮, ২০২৩ ৪:০২ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলার সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, দেশ জাতি আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ। দফায় দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে প্রান্তিক জনগোষ্টীর পিঠ দেয়ালে ঠেকে গেছে। এথেকে জাতিকে মুক্ত করতে মজলুম বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি লড়ে যাচ্ছে। চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তৃণমূল নেতাকর্মীরা হচ্ছে প্রধান হাতিয়ার। তাই যে কোন আন্দোলন সংগ্রামে দলের প্রাণ হিসেবে তৃনমূল নেতাকর্মীদেরকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।

তিনি শুক্রবার রাতে গোলাপগঞ্জ উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি অঙ্গ-সংগঠন নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি আজির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুজ্জামান জোনাক, সহ-সম্পাদক ফাহাদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাহাদ চাকলাদার, আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান, আব্দুল আহাদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান জুবেল, আহবায়ক কমিটির সদস্য লতিফ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কয়েছ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সদস্য খায়রুল ইসলাম, মাছুম আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহান আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু সুলতান, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আশফাক চৌধুরী, ঢাকা দক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুহেদ রহমান, তোফায়েল আহমদ, ছাত্রদল নেতা তাজ উদ্দিন, বাবলু, রিফাত, মনির আলী, মিনহাজ, ওয়ালিদ, মন্জু ও রিমন প্রমূখ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com