লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা পরিচয়ে ভুয়া ফোনকল, প্রবাসীদের প্রলোভন - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫৪, রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা পরিচয়ে ভুয়া ফোনকল, প্রবাসীদের প্রলোভন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫ ১:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫ ১:০৫ অপরাহ্ণ

 

আরিফ মাহফুজ, লন্ডন থেকে

সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনসহ বিভিন্ন জায়গায় প্রবাসী বাংলাদেশিদের কাছে হাইকমিশনের কর্মকর্তা পরিচয়ে প্রতিনিয়ত ভুয়া ফোন কল আসছে। ফোন করে বলা হচ্ছে, বাংলাদেশ হাইকমিশনের অ্যাপয়েন্টমেন্ট, নতুন পাসপোর্ট, পাসপোর্ট নবায়ন, নো-ভিসাসহ নানা প্রকার কাজ করে দেয়া হবে। এমন অহরহ অভিযোগ পাওয়া গেছে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্তের প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে। এ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়ছেন অনেকেই। নিয়ম অনুযায়ী বাংলাদেশ হাইকমিশনের যেকোনো সেবার জন্য প্রবাসী নাগরিকরা প্রয়োজনে হাইকমিশনে নিজেই যোগাযোগ করবে।

হাইকমিশনের পক্ষ থেকে যোগাযোগ করার কোনো নিয়ম নেই। হাইকমিশন ও প্রবাসীরা মনে করছেন, কিছু অসাধু লোক প্রতারণার পাঁয়তারা করছে। আবার কেউ কেউ মনে করছেন, পতিত আওয়ামী লীগ সরকারের কিছু লোক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সমালোচনায় ফেলতে এমন প্রতারণার আশ্রয় নিচ্ছে।

তবে প্রবাসীদের জন্য এই বিষয়ে বাংলাদেশ হাইকমিশন একটি সতর্কবার্তা জারি করেছে। তাতে উল্লেখ করা হয়, লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পরিচয়ে কিছু সংখ্যক ব্যক্তি নিজেদেরকে হাইকমিশনের কর্মকর্তা হিসেবে টেলিফোনের মাধ্যমে বাংলাদেশ কমিউনিটির সম্মানিত ব্যক্তিবর্গের সঙ্গে যোগাযোগ করছে। তারা টিকা প্রদান, কনস্যুলার সেবা ইত্যাদির জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ কিংবা পুনঃনির্ধারণ করার কথা বলছে। এদের মধ্যে কিছু ব্যক্তি বাংলাদেশ হাইকমিশন এবং এর কর্মকর্তাদের নামে ভুয়া ই-মেইল, ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া আইডিও তৈরি করে ব্যবহার করছে।

এ অবস্থায়, যুক্তরাজ্যে অবস্থিত সকল বাংলাদেশি কমিউনিটি এবং অন্যান্য নাগরিকদেরকে এসব তথ্য সম্পূর্ণ জাল ও প্রতারণামূলক বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন ওই সতর্কবার্তায়। সবাইকে এগুলো বিশ্বাস না করতে এবং কোনও ধরনের তথ্য শেয়ার না করার অনুরোধ জানিয়েছে হাইকমিশন। এই বিষয়ে হাইকমিশনের welfare@bhclondon.org.uk এই ই-মেইলে রিপোর্ট করতেও অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের তথ্য, টেলিফোন নম্বর ও ই-মেইল হাইকমিশনের ওয়েবসাইট www.bhclondon.org.uk -তে পাওয়া যাবে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ