লন্ডনে আন্তর্জাতিক গনতন্ত্র দিবস পালন করেছে যুক্তরাজ্য বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১:১০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১:১০ পূর্বাহ্ণ
সিনিয়র করেসপন্ডেন্ট
আন্তর্জাতিক গনতন্ত্র দিবস উপলক্ষে সারা বিশ্বের ন্যায় গতকাল ১৫ সেপ্টেম্বর রোববার যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে পূর্ব লন্ডনে রয়েল বেঙ্গল রেস্টুরেন্টের হল রোমে এক আলোচনা সভা অনুস্টিত হয়।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্যে বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহুজ্জামান সোহেল এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ, কেন্দ্রীয় বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, উপদেষ্টা আব্দুল হামিদ চৌধুরী, সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, আলহাজ্ব তৈমুছ আলী, তাজুল ইসলাম, আবেদ রাজা, যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা, ডক্টর মুজিবুর রহমান (দপ্তরের দায়িত্বে), সাবেক যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, আব্দুল বাসিত বাদশা, সিনিয়র সদস্য ফখরুল ইসলাম বাদল, যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, যুক্তরাজ্য বিএনপির কার্যনির্বাহী সদস্য ও লন্ডন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা বলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ দীর্ঘ প্রায় দেড় দশকের ফ্যাসিবাদী ‘একনায়ক শাসনের’ অবসান ঘটেছে বাংলাদেশে। কিন্তু এখনও ফ্যাসিবাদের প্রেতাত্মারা আমাদের চারপাশে ঘুর ঘুর করছে । সুযোগ পেলেই তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠবে। তাই বাংলাদেশের আপমর জনসাধারণকে আগামী নির্বাচনের আগ পর্যন্ত অতন্দ্র প্রহরীর মতো ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বক্তারা বলেন, অবৈধ সরকারের অত্যাচার-অবিচার, দুর্নীতি-দুঃশাসন, বঞ্চনা-অবজ্ঞা এবং শোষণ-নির্যাতনের বিরুদ্ধে সকল পেশ শ্রেণীর মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সবশেষ শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবিতে জুলাই-আগস্টে দেশজুড়ে আন্দোলনে ৮৭৫ জন শহীদ হয়েছে বলে একটি মানবাধিকার সংস্থার প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। এর মধ্যে ৪২২ জন বিএনপির নেতাকর্মী বা সমর্থক রয়েছেন। সর্বোপরি গত ১৭ বছর থেকে পতিত ফ্যাসিবাদী হাসিনার সীমাহীন নির্যাতন-নিপীড়ন গুম, খুন, জেল-জুলুম উপেক্ষা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার প্রতিস্টার জন্য বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে রক্ত দিয়েছে। চলমান গণতান্ত্রিক আন্দোলনে যে সকল সহযোদ্ধারা শহীদ হয়েছেন তাদের সহ সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র-জনতার নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, সাবেক সহসভাপতি আক্তার হোসেন, উপদেষ্টা জাকির কাবেরী, উপদেষ্টা এমদাদ হোসেন, যুগ্ম সম্পাদক হাসনাত কবির খান রিপন, সহসাধারন সম্পাদক নাজিমুল ইসলাম লিটন, টিপু আহমেদ, সেলিম আহমেদ( সহ দপ্তরের দায়িত্বে),সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, কোষাধ্যক্ষ সালেহ গজনবী, যুবদলের সভাপতি রহিম উদ্দিন, ইস্ট লন্ডন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম লিটন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য এ জে লিমন, সাবেক ছাত্রদল নেতা তোফায়েল বাসিত তপু, লন্ডন নর্থ ওয়েস্ট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস আহমেদ, যুক্তরাজ্য বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাদিক হাওলাদার, সহ প্রচার সম্পাদক মোঃ মাইনুল ইসলাম, সহ সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কদর উদ্দিন, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ সাদিক, সহ প্রবাসী বিষয়ক সম্পাদক প্রবাসী মোঃ আরিফ আহমেদ, সদস্য শরীফ উদ্দিন ভুঁইয়া বাবু, পাশা মিয়া, তপু শেখ, সুজাত আহমেদ, লন্ডন মহানগর বিএনপির নেতা আব্দুল কদ্দুস, তুহিন মোল্লা, সোহেল আহমেদ, মোঃ শাহনেওয়াজ জুয়েল, দেলোয়ার হোসেন, সৈয়দ আতাউর রহমান, আশিক বক্স, মবিন ভুইয়া কাজল, হাবিবুল গফফার মুক্তা, সুমন চৌধুরী, গিয়াস উদ্দিন, আমির হোসেন, বাচ্চু মিয়া, শেরওয়ান আলী, কায়ছল ইসলাম, মোঃ রফিক আহমদ, আব্দুস সালাম বেপারী, শেখ আসলাম শামীম, মো পারভেজ মিয়া সুজা, জয় ইসলাম, আলী আহমদ লিটন মোড়ল, কামরুল ইসলাম ভূঁইয়া, মোহাম্মদ মিনহাজুল আবেদীন রাজা, বেলাল খান, মোঃ তানভীর হোসেন সিদ্দিকী, সৈয়দ খবির, নিজাম উদ্দিন, সাহেদ আহমদ, শাহ মোহাম্মদ রুমন মিয়া.কাউসার আলম, মোঃ জাবেদুর রহমান, আজির সরকার,ফখরল হাসান, আব্দুল হামিদ অমিত, যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দুল হক রাজ, সহসভাপতি দেওয়ান আব্দুল বাসিত, বাকি বিল্লাহ জালাল, আক্তার হোসেন শাহিন, শাজাহান আলম, সানুর মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ লায়েক মোস্তাফা, সৈয়দ মামুন আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আতাউর রহমান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, জাহেদ তালুকদার, আজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, আলিফ মিয়া, আলা উদ্দিন, আহসানুল আম্বিয়া শোভন, মোঃ আরিফুল ইসলাম উজ্জ্ব প্রমুখ।