লন্ডনে ভালো আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪১, সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লন্ডনে ভালো আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫ ১২:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫ ১২:১৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
যুক্তরাজ্যের উত্তর লন্ডনের কিংসটনে বড় ছেলে তারেক রহমানের বাসায় শারীরিকভাবে মোটামুটি ভালো আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।

লন্ডনের ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ ১৭ দিন চিকিৎসাধীন থাকার জন্য গত ২৪ জানুয়ারি তারেক রহমানের বাসায় যান বেগম জিয়া। লন্ডন ক্লিনিকের চিকিৎসক ডা. প্যাট্রিক কেনেডি ও ডা. জেনিফার ক্রসের তত্ত্বাবধানে বাসায় থেকে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

এর আগে লিভার সিরোসিসসহ নানা জটিলতায় আক্রান্ত খালেদা জিয়া গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। ওই দিন স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিক থেকে ছাড়পত্র দেওয়ার আগের দিন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেছিলেন, খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তার বয়স ও স্বাস্থ্যের ওপর বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাওয়া তার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার এবং ডা. মোহাম্মদ আল মামুন দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (আজ) দুপুর ১২টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। ঢাকা থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে তার মেডিকেল বোর্ডের ৬ জন সদস্যও লন্ডন যান।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ