লাশ বোঝাই নৌকা : শহীদুল্লাহ ফরায়জী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:০০, বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লাশ বোঝাই নৌকা : শহীদুল্লাহ ফরায়জী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৭, ২০২৪ ৯:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৭, ২০২৪ ৯:৩০ অপরাহ্ণ

 

জীবনের কসম, জানতে চাই
এ কেমন মাঝি
পারাপারের কথা ব’লে
নৌকা করে লাশ বোঝাই!

আল্লাহর কসম, বিশ্বাস করো
নৌকায় উঠে ছিলাম
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে যাবো
কলকলমুখর নৌকা
জীবনের উচ্ছ্বাস-উল্লাসে ভরপুর,
হঠাৎ দেখি নৌকার গলুই থেকে
বেরিয়ে আসছে অস্ত্রধারী
খাকি,কালো ড্রেস,
কারো মাথায় হেলমেট
ভয়ঙ্কর চাহনি।

ছাত্রদের একজন আবু সাঈদ
আগ্নেয়গিরির লাভার মতো
দৃঢ়কণ্ঠে বলে উঠল—
ভয় দেখিয়ে লাভ নেই
কারো ক্রীতদাসত্ব মানবো না,
এ কথা শুনে দ্রুত
মাঝি নির্দেশ দিলো,
খতম করো। অতপর
গুলিতে-গুলিতে ঝাঁঝরা ক’রে দিলো।
পাটাতন ভেসে যাচ্ছে রক্তে
একে-একে সবাইকে
জঘন্য, বীভৎসভাবে হত্যা করলো।

মা, জানি কী আর্তনাদ ক’রে
জিজ্ঞেস করছো—
‘আমার পোলাটারে মারলো কেন
চাকরি চাওয়া কি অপরাধ’?
মা, তুমি কেন বোঝো না
কবিতা হবে,গান হবে
জাতির উদ্দেশ্যে ভাষণ হবে
কিন্তু কেউ তোমার উত্তর দেবে না।

মা, তোমার কাছে ফিরবো ব’লে
কথা দিয়েছিলাম, ওরা ফিরতে দিলো না।
পারাপারের নৌকা
পরপারে পাঠিয়ে দেবে
ঘুণাক্ষরেও বুঝতে পারিনি।

আমার শেষ কথাটি রাখবে মা?
গুলিতে ছিন্ন ভিন্ন রক্তাক্ত পতাকাটি
দূর আকাশে উড়িয়ে দিয়ো,
অতুলনীয় আত্মত্যাগ, অসাধারণ বীরত্ব
কোনোদিন বৃথা যায় না।

মা, তোমার শেষ সম্বল
চোখের অশ্রুটুকু নিয়ে
অপেক্ষা করো,
কোনো একদিন
অসাধারণ শক্তি নিয়ে
স্বপ্ন বোঝাই করা জাহাজে
আবার ফিরে আসবো ।

faraizees@gmail.com.

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com