শরীয়তপুরে আওয়ামী লীগ নেতার স্ত্রীকে গলাকেটে হত্যা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, অক্টোবর ২৫, ২০২৪ ৩:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, অক্টোবর ২৫, ২০২৪ ৩:০০ অপরাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নেতার স্ত্রীকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ সময় নিহতের পাশে গলাকাটা অবস্থায় পাওয়া গেছে আরও এক নারীকে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বালাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সখিপুর থানার ওসি ওবায়েদুল হক।
নিহত লুৎফা বেগম (৬৬) চরসেনসাস ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা রফিকুল ইসলাম বালার স্ত্রী।
আহত পান্না বেগম (২৫) একই গ্রামের বাসিন্দা প্রয়াত বাচ্চু মোল্যার মেয়ে। তিনি শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
লুৎফা বেগমের স্বজন টিটু বালা বলেন, “মাগরিবের নামাজ পড়া অবস্থায় লুৎফা বেগমকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। এ সময় চিৎকার শুনে লুৎফার ছেলে রাসেল বালার স্ত্রী গিয়ে দেখেন, পান্না বেগম ঘরে একা আর তার শাশুড়ি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
“এক পর্যায়ে পান্না রাসেলের স্ত্রীর ওপর আক্রমণের চেষ্টা করলে তিনি ঘর থেকে দ্রুত বেরিয়ে প্রতিবেশীদের ডেকে আনেন। পরে প্রতিবেশীরা গিয়ে পান্নাকেও গলাকাটা অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখেন।”
ওসি ওবায়েদুল হক বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আহত পান্নাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ছাড়া লুৎফা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।