শরীয়তপুরে দুধর্ষ ডাকাতি ১ কোটি ৩৫ লাখ টাকা ও মালামাল লুট , - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৫, সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে দুধর্ষ ডাকাতি ১ কোটি ৩৫ লাখ টাকা ও মালামাল লুট ,

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি ঃ শরীয়তপুর শহরের উত্তর মাথায় পালং মডেল থানার ৫০০ গজের মধ্যে মজিদ জরিনা ফাউন্ডেশনের মার্কেটে অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোবাকো লি ঃ এর ডিলারশীপ এসপিএ বুথে গতকাল শনিবার দিবাগত গভীররাতে দুধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা ঐ বুথে থাকা টোবাকোর তিন কর্মচারী সাকিল ,মাহমুদ,লাকু কে বেধে ডাকাতি করে মালামাল সহ টাকা পয়সা নিয়েগেছে। খবর পেয়ে কোম্পানীর উর্দ্ধতন কর্মকর্তাগন সহ পুলিশের লোকজন ঐ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর পুলিশ আশ পাশের এলাকা ঘিরে রাখে। সেখানে কউকেই যেতে দিচ্ছেনা। পুলিশ সিআইডির ফরেনসিক বিভাগে খবর দিয়েছে। সেখান থেকে অভিজ্ঞতা সম্পন্ন লোকজন এসে পুলিশ ও কোম্পানীর লোকজন সহ তদন্ত করে দেখবে ঐ স্থান থেকে কি কি খোয়া গেছে। তারপর ই জানা যাবে সঠিক তথ্য। টোবাকো ডিস্টিবিউশন ম্যানেজার শিহাব হোসেন বলছেন রেজিস্টার অনুযায়ী ঐ ভোল্টে ১কোটি ৩৫ লাখ টাকা ও মালামাল ছিল। পুলিশের পক্ষ থেকে দক্ষ ৪ জন সাব ইনসপেক্টরকে নিয়ে ৪ সদস্যের একটি তদন্ত টীম গঠন করা হয়েছে। তারা রহস্য উদঘাটনের জন্য সার্বক্ষনিক বিষয়টি নিয়ে কাজ করবেন।
এ ব্যাপারে ব্রিটিশ আমেরিকান টোবাকো লি ঃ এর ডিস্টিবিউশন ম্যানেজার শিহাব হোসেন বলেন, গতরাতেই আমি খবর পাই ডাকাতি হয়েছে। আমি শরীয়তপুওে আসি এবং পুলিশের কর্মকর্তাদেও নিয়ে ঘটনাস্থলে যাই। তবে ঘটনাস্থটি পুলিশের ঘেরাও করা রয়েছে। সিআইডির ফরেনসিক বিভাগের লোকজন আসলে আমাদেও সহ সেখানে তদন্ত করলে জানতে পারবো কি কি খোয়া গেছে। তবে রেজিস্টার অনুযায়ী ঐ ভোল্টে কোটি ৩৫ লাখ টাকা ছিল ও মালমাল ছিল। আপাতত আমরা জানি না কি কি খোয়া গেছে।
এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), আদিবুল ইসলাম পিপিএম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা সেখানে যাই। ঐ এলঅকাটা আমরা ঘিওে রেখেছি। ফরেনসিক এর লোকজন আসলে তাদের সহ সেখানে গিয়ে তদন্ত করে জানতে পারবো কি কি খোয়া গেছে এবং কি হয়েছি। টোবাকে লোকেরা বলছে ১ কোটি ৩৫ লাখ টাকা ও মালামাল ছিল।আমরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে তদন্ত করছি। এ ঘটনার জন্য ৪ জন সাবইনসপেক্টও দ্বারা একটি তদন্ত কমিটি করে দিয়েছি।আশা করছি শীঘ্রই রহস্য বের হবে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ