শরীয়তপুরে ২জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪৩, বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে ২জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩ ৪:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩ ৪:৩৩ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের ৩টি আসনে ২২ জন প্রার্থীর মধ্যে দুইজন স্বতন্ত্র প্রার্থীর দাখিলকৃত ১% ভোটারদের স্বাক্ষরে গড়মিল থাকার কারনে রোববার সকালে মনোনয়নপত্র বাছাই কালে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেন জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দিন। বাতিলকৃত প্রার্থীরা হলেন শরীয়তপুর-১ আসনে মোঃ গোলাম মোস্তফা (স্বতন্ত্র) শরীয়তপুর-২ সাবেক ডেপুটি স্পিকার কর্ণেল অবঃ শওকত আলীর ছেলে ডাঃ খালিদ শওকত আলী (স্বত›ত্র)। রোববার বাছাই পর্ব শেষে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, মোট ২২ জনে মনোনয়নপত্র দাখিল করেছিলন । এরা হলেন শরীয়তপুর-১ (সদর-জাজিরা) আসনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- ইকবাল হোসেন (আওয়ামীলীগ), মোহাম্মদ গোলাম মোস্তফা (স্বতন্ত্র), মো. মাসুদুর রহমান মাসুদ (জাতীয় পার্টি), মো. দেলোয়ার (জাকের পার্টি), আবুল বাশার মাদবর (তৃণমূল বিএনপি) ও মো: আব্দুস সামাদ (খেলাফত আন্দোলন)।
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে একজন স্বতন্ত্র প্রার্থী সহ ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন-একেএম এনামুল হক শামীম (আওয়ামীলীগ), খালেদ শওকত আলী (স্বতন্ত্র),মো. ওয়াহিদুর রহমান (জাতীয় পার্টি), মো. বাদল কাজী (জাকের পার্টি), মো. ফিরোজ মিয়া (জাসদ), কাজী জাকির হোসেন (গণফ্রন্ট), সৌমিত্র দত্ত (বাংলাদেশ কংগ্রেস), মো. আবুল হাসান (এনপিপি), মো. আমিনুল ইসলাম (বিকল্পধারা), মাহমুদুল হাসান খেলাফত আন্দোলন) ও মো. মনির হোসেন (মুক্তিজোট)।
শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- নাহিম রাজ্জাক (আওয়ামীলীগ), মো. আব্দুল হান্নান (জাতীয় পার্টি), মো. সিরাজ চৌকিদার (তরিকত ফেডারেশন), জিয়াউর রহমান (জাকের পার্টি) ও মাহদী হাসান (ইসলামী ঐক্যজোট)।
এ ব্যাপারে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ডাঃ খালিদ শওকত আলী বলেন, পরিকল্পিত ভাবে স্বড়যন্ত্র করে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।যাদেও স্বাক্ষরে গড়মিলের কথা বলা হয়েছে। তারা প্রত্যেকেই আমার পক্ষে স্বাক্ষর করেছেন। রাতের আধারে তাদেরকে হুমকি দিয়ে অস্ত্রের মুখে তাদেও পরিবারের লোকজন দিয়ে বলানো হয়েছে যে তাদের স্বাক্ষর না। আমি নির্বাচন কমিশনে এ বিষয়ে আপিল করবো । আমি আশা করছি সেখানে ন্যায় বিচার পাবো এবং আমার প্রার্থীতা বৈধ হবে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ