শহিদ আলেম ও মাদরাসা শিক্ষার্থীদের তালিকা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ১০, ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ১০, ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
গত ৫ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মাদরাসা শিক্ষার্থী ও আলেমরা। এই আন্দোলনে তাদের অনেকে শহীদও হন। এবার শহীদ হওয়া মাদরাসা শিক্ষার্থী ও আলেমদের (কওমি ও আলিয়া) বিস্তারিত তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
এই গুরুত্বপূর্ণ অনুসন্ধান ও তালিকাকরণ কাজে নেতৃত্ব দিয়েছেন মিরাজ রহমান ও সালাহউদ্দীন জাহাঙ্গীর, যারা সম্পূর্ণ ব্যক্তিগত প্রচেষ্টা ও নিষ্ঠার মাধ্যমে তালিকা প্রণয়নে অগ্রণী ভূমিকা রেখেছেন।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে আলেম-উলামাদের ওপর চালানো নির্মম হত্যাযজ্ঞের কোনো লিখিত ও প্রামাণ্য নথি সংরক্ষিত না থাকায় ইতিহাস বিকৃতির সুযোগ সৃষ্টি হয়। এই তথ্য ঘাটতি পূরণ ও ন্যায়বিচারের দাবিকে সুদৃঢ় করতে ২০২৪ সালের জুলাই বিপ্লবের পরপরই শহীদ মাদরাসা শিক্ষার্থীদের তালিকা সংকলনের কাজ শুরু হয়।
প্রকাশিত তালিকায় আপাতত ৪২ জন শহীদের নাম, স্থায়ী ঠিকানা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রত্যেক শহীদের পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এবং সংশ্লিষ্ট নথিপত্র যথাযথ যাচাইয়ের পর তাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। তালিকার গ্রহণযোগ্যতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে ১৪টি আবশ্যিক তথ্য ও ৫টি যাচাইকরণ নথির ভিত্তিতে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
যাচাইকরণ প্রক্রিয়ার দীর্ঘায়িত হওয়ায় কিছু শহীদের নাম এখনও অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, তবে গবেষণা কার্যক্রম অব্যাহত রয়েছে। খুব শিগগিরই ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ সকল মাদরাসা শিক্ষার্থী ও আলেমদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।
এই গবেষণা কার্যক্রম পরিচালনা করেছে CSSFoundation, যা ভবিষ্যতেও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট গবেষণা ও নীতিনির্ধারণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে। এই উদ্যোগের সফল বাস্তবায়নে ‘সাধারণ আলেম সমাজ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। CSSFoundation ইতোমধ্যে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই তালিকা PDF আকারে প্রকাশ করেছে।
তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার তরুণ গবেষক যুবাইর ইসহাক ও তার কয়েকজন সহকর্মী।
তালিকা প্রণয়ন টিমের সদস্যরা বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, এই তালিকা ভবিষ্যতে ইতিহাস সংরক্ষণ, গণহত্যার স্বীকৃতি নিশ্চিতকরণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতায় শহীদদের স্মৃতি অমর করে রাখার এই কার্যক্রম অব্যাহত থাকবে।
গণমাধ্যমের অনুসন্ধান বা পরবর্তী তথ্যের জন্য যোগাযোগ করুন: CSSFoundation, ইমেইল: cssfoundationbd@gmail.com, ফেসবুক: www.facebook.com/CSSFoundationofficial
জনতার আওয়াজ/আ আ
