শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩২, শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ

 

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে (১৮ জানুয়ারি) রিকশা শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের পক্ষে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়।

রিকশা শ্রমিক ইউনিয়নের তিন শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন- জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশা শেখ, সদর উপজেলা বিএনপি নেতা ফরহাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, উল্লাপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক তোফায়েল আহমেদ তমাল, যুবদল নেতা মির্জা সুরুত জামান, হাসান মাহমুদ প্রমুখ।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, তীব্র শীতে দেশব্যাপী শীতার্তদের পাশে দাঁড়াতে দলীয় নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সেই নির্দেশনায় যমুনা পাড়ের শীতার্তদের পাশে দাঁড়াতে আজকের এই উদ্যোগ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ