শুনানি শেষ, বাংলাদেশ সময় সোয়া একটায় রায় ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ২১, ২০২৪ ১:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ২১, ২০২৪ ১:৩১ অপরাহ্ণ
জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। প্রায় তিন ঘণ্টার এই শুনানি শেষে দুপুর সোয়া একটায় রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে আপিল বিভাগ। এরআগে, সকাল সোয়া ১০টার দিকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে শুনানি শুরু করেছিল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। শুনানিতে কোটা নিয়ে হাইকোর্টের রায়ে স্ববিরোধীতা রয়েছে জানিয়ে রায়টি বাতিলের আবেদন জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ এম আমিন উদ্দিন। কোটার মতো সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না বলেও শুনানিতে উল্লেখ করেছেন মি. উদ্দিন। অন্যদিকে, স্বাধীনতার পর সরকার কোটা ব্যবস্থা চালু করলেও মুক্তিযোদ্ধাদের সন্তানরা প্রায় দুই দশক সেটি থেকে বঞ্চিত হয়েছে উল্লেখ করে যৌক্তিকভাবে কোটা সংস্কারের দাবি জানিয়েছেন তাদের আইনজীবী।সূত্রঃ বিবিসি বাংলা