শেখ রাসেল সেনানিবাসে বাস্কেটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪ ৯:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪ ৯:৩৮ অপরাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি
আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৪ শরীয়তপুরের জাজিরা নাওডবো শেখ রাসেল সেনানিবাসে মাঠে অনুষ্ঠিত হয়। ১৪ নভেম্বর বিকেল ৩টায় সেনাবাহিনী ও নৌবাহিনীর খেলোয়াড়দের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।গত ১০ নভেম্বর এ খেলা তিন বাহিনীর মধ্যে শুরু হয়। প্রত্যেক দলে ১২জন খোলায়াড় অংশ নেয়। এরমধ্যে প্রত্যেক দলের ৫জন খেলোয়াড় মাঠে খেলেন। মাঠে নামে আজ বাংলাদেশ সেনাবাহিনীর দল ও নৌবাহিনীর দলের মধ্যে ফাইনাল খোলায় বাংলাদেশ নৌবাহিনী ৬০ স্কোর পেয়ে চ্যাম্পিয়ন ও বাংলাদেশ সেনাবাহিনী ৪৬ স্কোর পেয়ে রানার্সআপ হয়। বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড় কর্পোরাল মোঃ সোলায়মা তরুন কে শ্রেষ্ট খেলোয়ার হিসেবে নির্বাচিত করা হয়। খেলা শেষে বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ লেঃ জেনারেল মিজানুর রহমান শামীম বিপি,ও এসপি,বিএ এম এনডিসি ,পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও বিজিতাদেও মধ্যে পুরস্কার বিতরন করেন। এ ছাড়া ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডর সাভার মেজর জেনারেল মঈন খান এনডিসি পিএসসি , শেখ রাসেল সেনানিবাসের ৯৯ কম্পোজিট বিগ্রেড কমান্ডর বিগ্রেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব এসইউপি ,এনডিসি,পিএসসি ,সেনা সদরের বিভিন্ন পরিদপ্তরের কর্মকর্তাগন, সাভার ও শেখ রাসেল সেনানিবাসের কর্মকর্তা জেসিও ও সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।