শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতেই হবে: স্কাই নিউজে ড. মুহাম্মদ ইউনূস - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০০, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতেই হবে: স্কাই নিউজে ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৫, ২০২৫ ১০:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৫, ২০২৫ ১০:৩০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজ-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বুধবার (৫ মার্চ) স্কাই নিউজে প্রচারিত ওই সাক্ষাৎকারটি পরে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, “মানবতাবিরোধী অপরাধের জন্য শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। তার সহযোগীরাও বিচারের মুখোমুখি হবেন।”

তিনি আরও জানান, সরকারের কাছে এমন প্রমাণ রয়েছে যা শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার পক্ষে যথেষ্ট। তবে তিনি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন না। এ বিষয়ে তিনি বলেন, “প্রশ্ন হলো, আমরা কি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারব? এটি নির্ভর করছে ভারতের ভূমিকা ও আন্তর্জাতিক আইনের নির্দেশনার ওপর।”

ড. ইউনূস আরও জানান, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং বাংলাদেশ এখন ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

এছাড়া, মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, “যখন আপনি (সাংবাদিক) আয়না ঘরগুলোর ভেতরে প্রবেশ করবেন এবং নির্যাতিতদের সঙ্গে কথা বলবেন, তখন উপলব্ধি করতে পারবেন কতটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন হয়েছে।”

তিনি ব্যাখ্যা করেন, আয়না ঘরগুলো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। তবে ভবিষ্যতে এগুলোকে জাদুঘরে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে, যাতে সাধারণ জনগণ সেখানে গিয়ে ইতিহাস সম্পর্কে জানতে পারেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ