সব পক্ষকে সহিংসতা, অতিরিক্ত শক্তি প্রয়োগ, খেয়াল খুশিমতো আটক করা থেকে বিরত থাকার আহ্বান জাতিসংঘের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩ ১০:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩ ১০:১২ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক
বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে সহিংসতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ। এসব সংঘর্ষে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। সোমবার ব্রিফিংয়ে এ কথা জানিয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক বলেন, অ্যান্তোনিও গুতেরাঁ সব পক্ষকে সহিংসতা অথবা অতিরিক্ত শক্তি প্রয়োগ অথবা খেয়ালখুশিমতো আটক করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি সম্মান দেখানোর গুরুত্বের কথা জোর দিয়ে তুলে ধরেছেন। স্টিফেন ডুজাররিকের কাছে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি জানতে চান, প্রধান বিরোধী দল বিএনপির ২৮শে অক্টোবরের মহাসমাবেশে পুলিশ এবং ক্ষমতাসীন দল যে সহিংসতা চালিয়েছে তা নিয়ে আপনার বিবৃতির জন্য ধন্যবাদ। ওই ঘটনার পর পুলিশ গ্রেপ্তার শুরু করেছে। বিরোধী দলের বিরুদ্ধে আক্রমণ করছেন কেউ কেউ। গ্রেপ্তার করা হচ্ছে সব পদে থাকা নেতাকর্মীদের এবং তাদের পরিবারের সদস্যদের। এ অবস্থায় কিভাবে আপনি মনে করেন যে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে? জবাবে স্টিফেন ডুজাররিক বলেন, সহিংসতায় সুস্পষ্টভাবে আমরা উদ্বিগ্ন।
জনতার আওয়াজ/আ আ
