সমবায় অধিদপ্তর ও ইউনিয়নকে বন্ধু হিসেবে কাজ করতে হবে : আব্দুস সালাম - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:০৮, রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সমবায় অধিদপ্তর ও ইউনিয়নকে বন্ধু হিসেবে কাজ করতে হবে : আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২৭, ২০২৪ ১১:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২৭, ২০২৪ ১১:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

দেশকে এগিয়ে নিতে সমবায় অধিদপ্তর ও সমবায় ইউনিয়নকে বন্ধুর মতো একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

রোববার (১৭ অক্টোবর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫২তম বার্ষিক সাধারণ সভা, ২০২৪-এ সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

আব্দুস সালাম বলেন, সমবায় অধিদপ্তর ও সমবায় ইউনিয়ন এক সাইকেলের দুই চাকার মতো। দুই চাকা একসঙ্গে না চললে সামনেেএগোনো যায় না। অধিদপ্তরের কর্মকর্তারা চাইলে পুরো বাংলাদেশের সমবায় অঙ্গনকে পরিবর্তন করে দিতে পারেন। এখানে সমবায় ইউনিয়নেরও ভূমিকা আছে। উভয়কে সমানভাবে এগিয়ে যেতে হবে। বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে প্রশাসনের মেধাবীদের মূল্যায়ন করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় বিএনপির এই জ্যেষ্ঠ নেতা অভিযোগ করে বলেন, সমবায় আন্দোলন এনজিওর কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এনজিওর মাধ্যমে ব্যক্তি লাভবান হয়। আর সমবায় ইউনিয়ন উপকৃত হলে তা থেকে সবাই লাভবান হয়।


আব্দুস সালাম বলেন, সমবায় অধিদপ্তর ও সমবায় ইউনিয়নকে মুখোমুখি দাঁড় করানোর কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এ অবস্থা থেকে সরে আসতে হবে। সমবায় প্রশাসনের কর্মকর্তা আর মাঠের সমবায়ীদের শত্রু নয়, বন্ধু হিসেবে কাজ করতে হবে। এটা খুবই জরুরি।

সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. শরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক (ইপিপি) মো. আহসান কবীর, অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন) মো. হাফিজুল হায়দার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com