সরকার টার্গেট কিলিং শুরু করেছে, দাবি বিএনপির
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, অক্টোবর ৩০, ২০২৩ ১১:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, অক্টোবর ৩০, ২০২৩ ১১:৫০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
সরকার দোষ চাপানোর পুরোনো খেলায় আবারও মেতে উঠেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিত হামলা, সন্ত্রাসের পর এবার তারা টার্গেট কিলিং শুরু করেছে। নিজেরা ভাঙচুর-হামলা-অগ্নিসংযোগ করে এখন বিএনপির ওপর দায় চাপাচ্ছে।
সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এসব অভিযোগ করেন।
দেশ এখন ক্রমান্বয়ে প্রভু ও দাসের রেখা দ্বারা বিচ্ছিন্ন– দাবি করে রিজভী বলেন, ‘চক্রান্তকারী নিষ্ঠুর আওয়ামী লীগ সরকারের পতন অত্যাসন্ন। গণতন্ত্রের প্রত্যাবর্তন, খালেদা জিয়ার মুক্তি, উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপির চলমান আন্দোলন মামলা-হামলা-গ্রেপ্তার দিয়ে থামানো যাবে না।’
গত ২৮ অক্টোবর থেকে প্রতিদিন ক্রমান্বয়ে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের অনেক দৃশ্যের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এ সময় বিএনপিসহ সমমনা দলগুলোর আহ্বানে আগামীকাল থেকে শুরু হওয়া দেশব্যাপী সড়ক-রেল-নৌপথ অবরোধ কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান রিজভী।
তিনি বলেন, ‘২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের অনুমতি দিলেও ভেতরে ভেতরে সরকার সর্বনাশা হামলার পরিকল্পিত নীলনকশা এঁকেছিল। সংবাদমাধ্যমের সংবাদ থেকে নানা ঘটনায় মনে হয়, সরকারের এজেন্টরা দেশের বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের উপাসনালয়ে নাশকতা করে দোষ চাপানোর চক্রান্ত করতে পারে। এ বিষয়ে বিএনপি ও দলের সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।’
জনতার আওয়াজ/আ আ
