সিরিজ জয়ের বোনাস যাচ্ছে বন্যার্তদের মাঝে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪ ১০:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪ ১০:০২ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক
সম্প্রতি টেস্ট সিরিজে পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সেখান থেকে ফিরেই আবার সামনে ভারত সফর। এর আগেই পাকিস্তানে বিরাট অর্জনের স্বীকৃতিতে বড় অঙ্কের বোনাস পাচ্ছেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সিরিজ বিজয় এবং ধবলধোলাইয়ের জন্য বড় অংকের পুরস্কারের রীতি প্রচলিত আছে। সে ধারায় এবার পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে যথাক্রমে ১০ ও ৬ উইকেটে জেতা দলকে আজ (১৪ সেপ্টেম্বর) ৩ কোটি ২০ লাখ টাকা দিয়েছে বিসিবি।
রাজধানীর একটি হোটেলে এই অর্থ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সঙ্গে ছিলেন বিসিবিপ্রধান ফারুক আহমেদ ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
এদিকে এই অর্থ পাওয়ার পর অধিনায়ক শান্ত সকলের পক্ষ থেকে জানান, একটা অংশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের ত্রাণ তহবিলে দেবেন নাজমুল হোসেন শান্তরা। বোনাসের অর্থ ক্রিকেটারদের বুঝিয়ে দেওয়ার পর খবরটি গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবিপ্রধান ফারুক আহমেদ।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন আজকে ক্রিকেট বোর্ডের অনুষ্ঠানটি ছিল যেটায় আমরা অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টাকে আমন্ত্রণ করেছিলাম। উনি ক্রিকেটারদের সঙ্গে আলাদা করে দেখা করতে চেয়েছেন সেটা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের চুক্তিতে একটি উইনিং বোনাস আছে। ওইটা আজকে আমরা তাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি।’
‘একটা কথা মাথায় রাখতে হবে, এই সময়টা খুব লড়াইয়ের। একটা বন্যা গেল, ছাত্র-জনতার যুদ্ধে আহত হয়ে অনেকে লড়াই করছে। তাদের সবার প্রতি আমাদের সহমর্মিতা আছে। আমাদের সাথে ক্রিকেটারদের কথা হয়েছে। অধিনায়ক বলেছেন, তারা তাদের বোনাসের একটা অংশ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেবেন। এছাড়া এই বোনাসটা তাদের পরবর্তীতে উৎসাহ যোগাবে।’
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, আমরা সবাই জানি যে দেশের পরিস্থিতি খুব খারাপ। স্টিল সবাই অনেক স্ট্রাগল করছে, বন্যার যে অবস্থা ছিল, এখনও অনেক মানুষ বিপদের মধ্যে আছে। রিকভারি করার চেষ্টা করছে। দেশের মানুষ তাদের পাশে থাকার চেষ্টা করছেন। যে বোনাসটা আজকে আমরা পেলাম, টিমের বদৌলতে। সবাই এগ্রি করেছি এখান থেকে একটা পোর্শন আমরা তাদেরকে (বন্যার্ত) হেল্প করার জন্য দিয়ে দেব। যতটুকু সম্ভব আমরা দেয়ার চেষ্টা করব। আমি আশা করব যে দেশের আরও যাদের সামর্থ্য আছে তারাও বন্যার্তদের পাশে থাকবে।
সাধারণভাবে বাংলাদেশ ক্রিকেটে একটি বিষয় প্রচলিত আছে যে, সংবর্ধনা মানেই পুরস্কার। প্রধান উপদেষ্টার সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে এমন আলোচনাই হচ্ছিল। ক্রিকেটাররা হয়তো গাড়ি, বাড়ি, জমি কিংবা টাকা পয়সা পেতে যাচ্ছেন! কিন্তু পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জেতার পর বাংলাদেশ দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়া হলেও কোনো পুরস্কারের ঘোষণা আসেনি। এবার সেই প্রাপ্তিও তাদের হাতে উঠেছে।