সিলেটের কুশিয়ারা নদীতে এবার ধরা পড়ল ১০০ কেজির বাঘাইড়
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ২২, ২০২৩ ৪:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ২২, ২০২৩ ৪:০৬ অপরাহ্ণ

সিলেট নগরীর বন্দরবাজারের লালবাজারে বিক্রির জন্য আনা হয় ১০০ কেজির বাঘাইড়। বুধবার (২২ মার্চ) সকাল ১০ টায় কেটে কেজি দরে বিক্রি করা হয়েছে। প্রতি কেজির মূল্য ১৫০০-২০০০ টাকা।
সিলেটের কুশিয়ারা নদীতে এক জেলের জালে ১০০ কেজির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। যা নগরীর বন্দরবাজারের লালবাজারে বিক্রির জন্য আনা হয়।
মঙ্গলবার (২১ মার্চ) মাছটি কুশিয়ারা নদীতে ধরা পড়ে বলে জানান মাছ বিক্রেতা আনোয়ার হোসেন।
আনোয়ার জানান, বুধবার সকাল ১০টায় মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হচ্ছে। কারণ এতো বড় মাছ কেউ পুরোটা কিনবে না। প্রতি কেজির মূল্য ১৫০০-২০০০ টাকা।
তবে জেলেদের কাছ থেকে কত টাকায় মাছটি কিনেছেন তা জানাতে চায়নি এই মাছ বিক্রেতা।
বাজারে বড় আকারের বাঘাইড় মাছ আনার খবর শুনে অনেক মানুষ এসে দেখেছেন; অনেকে মোবাইল ফোনে ছবি তুলছেন। কেউ-কেউ মাছটি হাত দিয়ে ছুঁয়েও দেখছেন।
এর আগে ১৪ মার্চ কুশিয়ারা নদীতে জকিগঞ্জ এলাকায় জেলের জালে ১৫০ কেজির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছিল। সেটিও এই মাছ ব্যবসায়ী কেটে বিক্রি করেন।
জনতার আওয়াজ/আ আ
