সিলেটে অবরোধে ধাওয়া পাল্টা ধাওয়া, উত্তেজনা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৪, শুক্রবার, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে অবরোধে ধাওয়া পাল্টা ধাওয়া, উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ১৩, ২০২৩ ২:০৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ১৩, ২০২৩ ২:০৩ পূর্বাহ্ণ

 

সিলেট থেকে
বিএনপি’র ডাকা অবরোধ চলাকালে সিলেটের রাজপথে পুলিশের সঙ্গে স্বেচ্ছাসেবকদলের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় স্বেচ্ছাসেবকদলের কর্মীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। গতকাল সকালে নগরীর শেখঘাটে কাজিরবাজার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, অবরোধের সমর্থনে সকাল ৭টার দিকে হঠাৎ সিলেট নগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাহবুব ও সাধারণ সম্পাদক আফসরের নেতৃত্বে মিছিল বের হয়। এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় পাল্টা ধাওয়া করে স্বেচ্ছাসেবকদলের কর্মীরা। এ নিয়ে এলাকায় আতঙ্ক দেখা দেয়। প্রায় ৫ মিনিট ধাওয়া- পাল্টা ধাওয়ার পর স্বেচ্ছাসেবকদলের কর্মীরা চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ওই এলাকা থেকে ১৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মামুনকে গ্রেপ্তার করে। ধাওয়া- পাল্টা ধাওয়ার সময় গুরুতর আহত হন ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রাফি আহমদ।

তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি’র নেতারা। এর আগে সকালে সিলেট জেলা যুবদল নেতা লিটন আহমদের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের নেতারা সিলেট-জকিগঞ্জ সড়কের শ্রীরামপুর বাইপাস মোড়ে অবস্থান নেয়। তারা সড়কে গাছ ফেলে অগ্নিসংযোগ এবং ইটপাটকেল ছুড়ে কয়েকটি যানবাহন ভাঙচুর করে। প্রায় ১৫ মিনিট পর পুলিশ ওই এলাকায় গেলে অবরোধকারী যুবদল নেতারা চলে যায়।
তবে তার আগে ৪-৫টি গাড়ি ভাঙচুর করা হয়। সকাল ১০টার দিকে সিলেট সদর স্বেচ্ছাসেবকদলের নেতারা সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজার এলাকায় অবস্থান নেন। তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। এ সময় তারা বিক্ষোভ প্রদর্শন করে। পরে পুলিশ ওই এলাকায় গেলে স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা চলে যায়। সিলেট জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, কানাইঘাট উপজেলা বিএনপি’র সভাপতি মামুনুর রশীদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের নেতৃত্বে বিএনপি’র জেলা ও নগরের নেতারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শাহী ঈদগাহে গিয়ে সড়ক অবরোধ করে। এ সময় শাহী ঈদগাহে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় এলাকায় আতঙ্ক দেখা দিলে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। অবরোধ করার প্রায় ২০ মিনিট পর পুলিশের তিনটি টহল টিম গিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা চলে যায়।

এদিকে- পুলিশের একটি টিম শনিবার গভীর রাতে সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসনাতকে গ্রেপ্তার করেছে। বিএনপি’র নেতারা জানিয়েছেন, পুলিশ ওই সময় সদর উপজেলা বিএনপি’র নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়েছে। এর আগে রাতে অবরোধের সমর্থনে সিলেট জেলা ও নগর যুবদলের নেতাকর্মীরা সুবহানীঘাটের সবজি বাজার থেকে মশাল মিছিল বের করে। ওই মিছিলটি নগর প্রদক্ষিণ করে সমাবেশ করে। পরে পুলিশ গেলে যুবদল নেতাকর্মীরা চলে যায়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন, যুবদল নেতা তোফাজ্জল হোসেন বেলাল, আকতার আহমদ, সোহেল মাহমুদ, নজরুল ইসলাম, লিটন আহমদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, ওলি চৌধুরী, জামিল আহমদ, মাহফুজ চৌধুরী, আলি আহমদ আলম, ইছহাক আহমদ ও এনামুল হক চৌধুরী শামীম প্রমুখ।
মহানগর বিএনপি’র মিছিল: সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন- চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দেখে ফ্যাসিস্ট সরকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে।

হামলা-মামলা, গ্রেপ্তার-নির্যাতন চালিয়ে আন্দোলন দমিয়ে রাখার ষড়যন্ত্র করছে। তিনি রোববার দুপুরে বিএনপি’র কেন্দ্র আহূত ৪র্থ দফার টানা ৪৮ ঘণ্টা অবরোধের ১ম দিনে নগরীর বন্দরবাজার সংলগ্ন জেলরোড এলাকায় সিলেট মহানগর বিএনপি’র উদ্যোগে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে উপরোক্ত কথা বলেন। মিছিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, নজিবুর রহমান নজিব, বিএনপি নেতা নাদির খান, মঞ্জুর হোসেন মঞ্জু, মিজানুর রহমান মিজান, শুয়াইব আহমদ শুয়েব, সবুর আহমদ, আব্দুল ওয়াহিদ সুহেল, মামুন ইবনে রাজ্জাক রাসেল, রফিকুল ইসলাম রফিক, আলমগীর হোসেন, সৈয়দ রহিম আলী রাসু, যুবদল নেতা কয়েস আহমদ প্রমুখ।
জামায়াতের সড়ক অবরোধ-মিছিল: সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, ফ্যাসিবাদী সরকার তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে তফসিল ঘোষণার মধ্যদিয়ে আবারো পাতানো নির্বাচনের পথে হাঁটছে।

রোববার জামায়াত কেন্দ্র আহূত ৪র্থ ধাপের টানা ৪৮ ঘণ্টার অবরোধের ১ম দিনে নগরীর দক্ষিণ সুরমা কদমতলী এলাকায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সড়ক অবরোধ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন। অবরোধ ও মিছিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, দক্ষিণ সুরমা থানা আমীর মাওলানা মুজিবুর রহমান, সেক্রেটারি ফয়জুল ইসলাম জায়গীরদার ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সেক্রেটারি শরীফ মাহমুদ প্রমুখ। এ ছাড়াও রোববার দিনভর সিলেট নগরীর সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে সিলেট মহানগরীর সকল সাংগঠনিক থানা জামায়াতের উদ্যোগে সড়ক অবরোধ ও মিছিল অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com