সিলেটে ঝটিকা মিছিল থেকে ছাত্রদলের আট নেতা-কর্মী আটক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মে ২, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মে ২, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নেতা-কর্মীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে করা মিছিল থেকে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের ৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২ মে) বিকেল সাড়ে ৩টায় সিলেট নগরীর চৌহাট্টা এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
স্থানীয় সূত্রে জানা যায়, খালেদা জিয়ার মুক্তি ও বিএনপি নেতা-কর্মীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় সিলেট নগরীর রিকাবিবাজার থেকে একটি ঝটিকা মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রদল। মিছিলটি চৌহাট্টার কাছাকাছি পৌঁছালে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মিছিল থেকে ৮ জনকে আটক করা হয়।
এ বিষয়ে ওসি আলী মাহমুদ বলেন, সিলেট জেলা ও মহানগর ছাত্রদল পুলিশের অনুমতি ছাড়া একটি ঝটিকা মিছিল নগরীতে বের করে। এ সময় তারা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করায় পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ৮ জনকে আটক করে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
জনতার আওয়াজ/আ আ
