সিলেট মহানগর বিএনপির কাউন্সিলকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৪, সোমবার, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট মহানগর বিএনপির কাউন্সিলকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ণ

 

সিলেট মহানগর বিএনপির কাউন্সিলকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে সিলেট বিএনপি পরিবারে৷ বিশেষ করে একটি পক্ষকে অনৈতিক সুবিধা পাইয়ে দিতে সভাপতি পদপ্রার্থী সাবেক ছাত্রদল নেতা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে নানা ভয়ভীতি, চাপ, প্রলোভন দেখিয়ে কাউন্সিল থেকে সরে দাঁড়াতে বাধ্য করা এবং মহানগরীর বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনে স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ অনেকের অযাচিত হস্তক্ষেপের ঘটনা গঠে।

সাবেক ছাত্রনেতা সেলিম গত সিটি কর্পোরেশন নির্বাচনে দলের পক্ষ থেকে নমিনেশন প্রত্যাশা করেছিলেন, কিন্তু নমিনেশন না পাওয়ার পর তিনি ক্ষুব্ধ হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন, যদিও পরবর্তীতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং অভিমান করে যুক্তরাজ্য পাড়ি জমান৷ সম্প্রতি মহানগর বিএনপির কাউন্সিলে অংশগ্রহন করতে তিনি দেশে ফিরে আসেন এবং দলীয় কার্যক্রমে অংশ নেন। প্রার্থীতার ঘোষণা দিয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন৷ সভাপতি পদে প্রার্থীতা করার জন্য নমিনেশন নেন কিন্তু বিভিন্ন চাপে শেষ পর্যন্ত তিনি আর নমিনেশন ফরম জমা দেন নি, জানা যায় বিএনপি চেরারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, মহানগর বিএনপির সাবেক সভাপতি ও এবারের কাউন্সিলে আবার’ও সভাপতি পদপ্রার্থী নাসিম হোসাইনকে সুবিধা দিতে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল গনি আরেফিন জিল্লুর, মাহবুব কাদির শাহী, নুরুল আলম সিদ্দিকী খালেদ, ফয়সাল আহমদ চৌধুরী, কাউন্সিলর রেজাউল হাসান লোদি কয়েস লোদি, নজিবুর রহমান নজিব সহ খন্দকার মুক্তাদির বলয়ের নেতাদের অব্যাহত বাধায় তিনি শেষ মুহুর্তে সরে দাঁড়াতে বাধ্য হন, এনিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে সিলেট বিএনপি পরিবারে।

এদিকে ৭১ সদস্য ওয়ার্ড কমিটি গঠনের জন্য বেধে দেয়া নির্ধারিত সময়ে কমিটি চুড়ান্ত না হওয়ার আগেই মহানগর বিএনপির আহবায়ক, সদস্য সচিবকে পাশ কাটিয়ে কাউন্সিলের জন্য গঠিত নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। এর ফলে দলের অভ্যন্তরে অসন্তোষ দেখা দেয়৷ প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে একাধিক নেতৃবৃন্দের সাথে আলাপকালে স্বীকার করে নেন যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের কথায় তিনি এটা করতে বাধ্য হয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে সকল ওয়ার্ড কমিটি জমা না হওয়ায় সময় বাড়িয়ে দেয়া হয়, কমিটি গঠনের ক্ষেত্রে মহানগর বিএনপির পক্ষ থেকে কিছু বাধ্য বাধকতা আরোপ করে দেয়া হয়, সকল ক্রাইটেরিয়া ফিলাপ করেই কমিটি জমা দেন ওয়ার্ড সমূহের নেতৃবৃন্দরা। ক্রাইটেরিয়া অনুসরণ করতে গিয়ে অনেক পরিচিত মুখের স্থান হয়নি ওয়ার্ড কমিটিতে। বাদ পড়া নেতাকর্মীদের মনের ক্ষোভকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরণের উস্কানি দিতে থাকে সুযোগ সন্ধানী একটি মহল। যার ফলে গত ২৮ ফেব্রুয়ারী দিবাগত রাত ১১টার দিকে নগরীর ৭নং ওয়ার্ডে ঝাড়ু মিছিল করে কতিপয় নেতাকর্মী, এ মিছিলে মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বে থাকা একাধিক নেতৃবৃন্দের উপস্থিতি লক্ষ্য করা যায়। মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খানের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত ১০ বছরের সশ্রম সাজা খেটে কারাগার থেকে বের হওয়া কয়েদি, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ আমির আলী, আহবায়ক কমিটির সদস্য সামাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিবকে ঝাড়ু মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায়। খোঁজ নিয়ে জানা যায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের অনুসারি হিসেবে পরিচিত মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খানের প্রত্যক্ষ ইন্ধনে ১৫-২০ জনকে নিয়ে এই ঝাড়ু মিছিল করা হয়, মিছিল থেকে ৭ নং ওয়ার্ড বিএনপির নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে কুরুচিপূর্ণ শ্লোগান দেওয়া হয়। এ নিয়ে তৃণমূলে ওয়ার্ডের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশংকা বিরাজ করছেন স্থানীয় নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com