সুনামগঞ্জে আশ্রয়ন প্রকল্পে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জন নিহত হয়েছে - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৮, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুনামগঞ্জে আশ্রয়ন প্রকল্পে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জন নিহত হয়েছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ২, ২০২৪ ১২:৩২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ২, ২০২৪ ১২:৩২ পূর্বাহ্ণ

 

তাহের আহমেদ (সুনামগঞ্জ থেকে )
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমেরখাল এলাকার সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে অগ্নিকাণ্ড হয়েছে। এতে আগুনে পুড়ে নিহত হয়েছে একই পরিবারের ৬ জন। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে
অগ্নিকাণ্ডে নিহতরা হলেন, মোঃ এমারুল (৫০)পেশায় একজন জেলে। তাঁর স্ত্রী পলি আক্তার এবং তাঁদের চার সন্তান পলাশ মিয়া (৯), ফরহাদ (৭), ফাতেমা বেগম (৫) ও উমর ফারুক (৩)।
পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের উর্ধ্বতনরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কেন বা কীভাবে এমন মর্মস্পর্শি ঘটনা ঘটেছে, তা তদন্তের কাজও শুরু হয়েছে জানালেন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন ।
প্রত্যন্ত হাওরের পাড়ে শীমের খাল গ্রাম। এখানে হতদরিদ্র জেলেদের বসবাস। আশ্রয়কেন্দ্রে বাস করেন ৫০ টি’র মতো পরিবার। এই জেলে পল্লীর এমারুল প্রতিদিনের মতোই খেয়ে দেয়ে রাতে চার পুত্র কন্যাসহ ঘুমোতে যান। কিন্তু মধ্যরাতের ভয়াবহ অগ্নিকান্ডে এরা কেউ-ই এখন আর জীবিত নেই। আগুনের ভয়াবহতায় তাদের লাশও এখন চেনার কোন উপায় নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়াস উদ্দিন বললেন, ভস্মিভূত মরদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
পুলিশ সুপার আ. ফ. ম আনোয়ার হোসেন খান জানালেন, মর্মস্পর্শি এই ঘটনাটি নিছক দুর্ঘটনা না কী অন্য কিছু, এটি উদঘাটনে পুলিশসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা কাজ করছে। সিআইডি’র একটি দল গ্রামে পৌঁছেছে। সিলেটের ক্রাইম সিন ইউনিটের একটি দলও ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com