সুষ্ঠ ও অবাধ নির্বাচনের প্রস্তাব উঠছে ইইউ পার্লামেন্ট
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৬:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৬:০৪ অপরাহ্ণ

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে যখন চরম উদ্বেগ উৎকণ্ঠা, তখন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তাব উঠছে পৃথিবীর সর্ববৃহৎ সংসদ ইউরোপিয়ান পার্লামেন্টে। আসন্ন নির্বাচন যাতে নির্দলীয়, নিরপেক্ষ ও সব রাজনৈতিক দলের অংশগ্রহণে হয় সেই আহবান সম্বলিত দাবিটি নিয়ে বির্তক হবে আজ বুধবার স্হানীয় সময় বিকাল ৫ টায় ফ্রান্সের ষ্টারবোর্স। নবম বারের মত বাংলাদেশের মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইউরোপিয়ান পার্লামেন্টে বির্তক হবে। বিশ্লেষকরা আশা করছেন ইউরোপিয়ান পার্লামেন্টে সংসদ সদস্যদের বির্তকে বাংলাদেশের সংকট সমাধানের পথ সুগম হবে।
ইইউ পার্লামেন্ট দীর্ঘ দিন যাবত কাজের সাথে জড়িত বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ডক্টর শাকিরুল ইসলাম খান শাকিল জানান ইইউ পার্লামেন্টর প্রতিটা গ্রুফ ইতিমধ্যে আলাদা আলাদা খসড়া প্রস্তাবে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন,আইনের শাসন গনতন্ত্র ও আসন্ন নির্বাচন সংক্রান্ত প্রস্তাব পার্লামেন্টে জমা দিয়েছেন।
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ডক্টর শাকিরুল ইসলামখান শাকিল জানান, সব রাজনৈতিক দল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য সংসদ নির্বাচন আর চলমান রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকারের লংঘন,আইনের শাসন, হত্যা, গুম, খুন, লুট, আইনশৃঙ্খলা বাহিনীর নামে নাগরিকদের অপহরণ, খুন, বিনা বিচারে হত্যাকাণ্ড এই সব বিষয় নিয়ে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে আজ বিতর্ক হবে এবং আগামী কাল বাংলাদেশ নিয়ে পার্লামেন্টের সদস্যদের ভোটে একটি প্রস্তাব পাশ হবে
নির্ধারিত ডিবেট এর শিরোনাম রয়েছে-হিউম্যান রাইটস সিটুয়েশন ইন বাংলাদেশ(২০২৩/২৮৩৩(আরএসপি) ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার লঙ্ঘন, আইনশৃঙ্খলা ও বিশেষ বাহিনী ও ডিবির নামে রাজনৈতিক নেতা, কর্মী ও সাধারণ নাগরিকদের চোখ মুখ বেধে ধরে নিয়ে পরবর্তীতে পরিবারের কাছে লাশ না দেয়া, , ইলিয়াস আলীসহ বিএনপি নেতাকর্মীদের গুম ব্যক্তিদের সন্ধান সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাদ সুষ্ঠ অবাদ নির্বাচন এর দাবী নিয়ে পার্লামেন্টের আজ বিতর্ক শেষে একটি প্রস্তাব আগামী কাল পাস হবে।
বেলজিয়াম বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃআলম হোসেন জানান ইউরোপীয় পার্লামেন্টের প্রত্যেক টা গ্রুপ তাদের খসড়া প্রস্তাবে বাংলাদেশে গণতন্ত্র ও বাকস্বাধীনতার অবনতিশীল অবস্থা সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং সরকারকে অবিলম্বে বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ বন্ধ করার এবং বিক্ষোভকারীদের নির্বিচারে গ্রেপ্তার বন্ধ করার দাবি জানায়;এবং আসন্ন সংসদ নির্বাচনে সকল প্রার্থীর জন্য সমান শর্ত সহ সুষ্ঠু ও ন্যায্য নির্বাচন নিশ্চিত করার জন্য বাংলাদেশী কর্তৃপক্ষের প্রতি আহ্বান; নির্বাচনে অংশগ্রহণের জন্য সব দলকে উৎসাহিত করে এবং সব পক্ষকে সহিংসতা ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানায়;ও বাংলাদেশী পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং জলকামান ছুড়েছে এবং 2023 সালের জুলাইয়ে বিক্ষোভ চলাকালীন বিরোধী দলের সমর্থকদের মারধর করেছে; যেখানে এইসব বিক্ষোভ চলাকালীন কর্তৃপক্ষ প্রধান বিরোধী দলের ৮০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে;
জনতার আওয়াজ/আ আ
