সূর্য উঠবেই : শহীদুল্লাহ ফরায়জী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৪, রবিবার, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সূর্য উঠবেই : শহীদুল্লাহ ফরায়জী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ১, ২০২৩ ৯:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ১, ২০২৩ ৯:০৭ অপরাহ্ণ

 

অন্ধকারের অভিশপ্ত কৃষ্ণকুঠিল পাথর
ধীরে ধীরে সরে যাবে
একদিন দ্রুত সূর্য উঠবে,
সমুদ্র সমান নীরবতায়
নক্ষত্র সমান আনন্দ উচ্ছ্বাস
আকাশ-মাটি-প্রান্তর
প্লাবিত করবে,
শোক ও বিলাপের অগ্নিশিখায়
আগামীকাল সূর্য উঠবেই।

রাজদণ্ডের অন্তহীন উচ্চতায়
বিশাল সূর্যকে ক্ষীণ
মনে হতে পারে,
কিন্তু প্রকান্ড সূর্য প্রচন্ড শক্তিতে
দ্রুত আবির্ভূত হবে,
সূর্য- সূর্য হয়ে উঠবেই।

পরাক্রমশালীতা বড় ক্ষণস্থায়ী
অতল গহ্বরে সে তলিয়ে যায়
যার উত্থান ঘটে সর্বোচ্চ মাত্রায়।

সত্য সবসময়
গিলোটিনে বিশ্রামরত
ক্ষমতার রাজদর্শন
মৃত্যুর মতোই ক্ষুধার্ত।

সত্য-ন্যায়
জীবনকে ঐশ্বর্য দেয়
মিথ্যা মর্যাদা কেড়ে নেয়,
সত্যই বিকল্পহীন
একমাত্র গ্রহণযোগ্য সমাধান।

ভয়াবহ রাত্রি যতোই হানা দিক-
একটু পর সূর্য উঠবেই।

পহেলা নভেম্বর, ২০২৩
faraizees@gmail.com

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ