স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ ‘জিয়া পরিবার’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২৮, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২৮, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ

একটি ছবি সহস্র শব্দের চেয়েও শক্তিশালী। আর সেই ফ্রেমে যদি দৃশ্যমান হন- দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রীর দুই সুযোগ্য ও ত্যাগী পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও শর্মিলী রহমান। তবে সেই ফ্রেম হয়ে ওঠে বাংলাদেশের মানচিত্র। কেনোনা তাঁরা সকলেই প্রশ্নাতীতভাবে তাদের হৃদয়ে ধারণ করেন- সার্বভৌম বাংলাদেশকে; ধারণ করেন- বাংলাদেশের হাজারো বছরের ঐতিহ্য পারিবারিক ও সামাজিক মূল্যবোধকে।
দেশপ্রেম মানুষ ধারণ করে হৃদয়ে, মননে ও চেতনায় এবং সেটি মূর্ত হয়- ব্যক্তির কর্ম, ত্যাগ ও সমর্পণে। বিগত আঠারো বছরে ফখরুদ্দিন-মঈনের তথাকথিত এক-এগারো সরকার এবং পরবর্তীতে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে ‘জিয়া পরিবার’-এর সকল সদস্য দেশপ্রেমের যে স্বাক্ষর রেখে গেছেন, সেটি সত্যি নজিরবিহীন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দু’জনই রাষ্ট্রপ্রধান ছিলেন। কিন্তু বাংলাদেশের ভূখণ্ডের বাইরে তাদের বিকল্প কোনো ঠিকানা তাঁরা তৈরি করেননি। তাদের সন্তান দীর্ঘদিন নির্বাসিত জনাব তারেক রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকো’র পরিবারের দেশে বিদেশে কোনো আবাস নেই। ফ্যাসিস্ট হাসিনা যেখানে নিজেকেই রাষ্ট্র বলে বিবেচনা করতো; ‘জিয়া পরিবার’ সেখানে নিজেদের প্রমাণ করেছেন- স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে।
একজন ফ্যাসিস্ট হাসিনা দেশকে গত দেড় দশক কারাগার বানিয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যান। অপরদিকে একজন বেগম খালেদা জিয়া দীর্ঘসময় পর কারামুক্ত হয়ে স্বসম্মানে সুচিকিৎসার জন্য বিদেশ গমন করেন।
বাংলাদেশী জাতীয়তাবাদ আপাদমস্তক হৃদয়ে ধারণ করে লন্ডনে নির্বাসিত হয়েও জনাব তারেক রহমান মানুষের মুক্তি, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য যে সংগ্রাম চালিয়ে গেছেন- ভবিষ্যৎ প্রজন্মের জন্যও সেটি দৃষ্টান্ত হয়ে রইবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র দুই সুযোগ্য পুত্রবধূ চরম দুর্দিনে ‘জিয়া পরিবার’ এবং বাংলাদেশের সহযাত্রী হয়ে একটি সম্মিলিত লড়াইয়ের অবিচ্ছেদ্য ও অনস্বীকার্য অংশ হয়ে জায়গা করে নিলেন চব্বিশের গণতন্ত্র ও মুক্তির লড়াইয়ে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে পরম্পরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়ে জনাব তারেক রহমান বহন করে চলছেন; সেই আদর্শ নিয়ে তিনি আগামীর বাংলাদেশে চালকের আসনে বসবেন সময়ের নিয়মে এটিই এক নিরেট বাস্তবতা।
লেখক: ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অবঃ), সাবেক সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক।
জনতার আওয়াজ/আ আ
