স্বাস্থ্যখাত সংস্কারে কমিশনের কাছে প্রস্তাব জমা বিএনপির - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৩৬, সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাস্থ্যখাত সংস্কারে কমিশনের কাছে প্রস্তাব জমা বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫ ১২:২৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫ ১২:২৮ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের কাছে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রাজধানীর মিন্টো রোডের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কমিশনের কার্যালয়ে গিয়ে এ প্রস্তাব জমা দেন।

এর আগে তারা কমিশনের সদস্যদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন। বিএনপি মনে করে, একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারই পারে এই সংস্কারের কাজ বাস্তবায়ন করতে।

বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন দলের স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, অধ্যাপক ডা. রফিক আল কবির লাবু, ডা. পারভেজ রেজা কাকন, পরিকল্পনাবিষয়ক সহসম্পাদক ডা. নজরুল ইসলাম ও নার্সিংবিষয়ক সম্পাদক জাহানারা খাতুন।

লিখিত প্রস্তাবগুলো জমা দেওয়ার পর ডা. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, যে কোনো ধরনের সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারই পারে এই সংস্কারের কাজ বাস্তবায়ন করতে। আমরা প্রস্তাব জমা দিয়েছি এবং বলেছি, আপনারা শুধু বিএনপি নয়, স্বাস্থ্য নিয়ে কাজ করে এমন সব অংশীজনের সঙ্গে আলোচনা করে সংস্কার প্রস্তাবগুলো রেখে যাবেন, পরবর্তী গণতান্ত্রিক সরকার এটি বাস্তবায়ন করবে।

এদিকে গত মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্যখাত নিয়ে দলের পরিকল্পনা ও সংস্কার প্রস্তাব তুলে ধরেন।

স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি- তিন ধাপে স্বাস্থ্য খাতের সংস্কারের পরিকল্পনা তুলে ধরা হয়। তাতে যুক্তরাজ্যের (ইউকে) ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচসি) আদলে বাংলাদেশে ‘সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থা’ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ