স্বাস্থ্য পরীক্ষা শেষে সোমবার দেশে ফিরবেন মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:০০, শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাস্থ্য পরীক্ষা শেষে সোমবার দেশে ফিরবেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সহধর্মিনী রাহাত আরা বেগমসহ নিজের স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়ায় আগামী সোমবার দেশে ফিরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গণমাধ্যমকে একথা জানান বিএনপি মহাসচিব। বলেন, আমাদের দু’জনেরই সবগুলো রিপোর্টের রেজাল্ট গুড। উনি (রাহাত আরা বেগম) সুস্থ ও ভালো আছেন। ইনশাআল্লাহ ১৪ এপ্রিল বিকালে আমরা দু’জনই দেশে ফিরবো।
গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম সিঙ্গাপুরের যান।
ফেসবুকে নিজের সহধর্মিনী রাহাত আরা বেগমকে নিয়ে ভাইরাল হওয়া স্ট্যাটাসটি নিয়ে জিজ্ঞাসা করা হলে মির্জা ফখরুল বলেন, আমি ফেসবুকে কোনো স্ট্যাটাস দেয়নি।

ফেসবুকে ২০২২ সালে কারাবন্দি থাকা অবস্থায় স্ত্রী রাহাত আরা বেগমের অসুস্থতা এবং অস্ত্রোপচার নিয়ে আবেগঘন স্ট্যাটাস প্রকাশিত হয়েছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ফেসবুকটি মূলত মির্জা ফখরুল ইসলামের নামে ভেরিফাইড করা আছে। তিনি নিজে এটি পরিচালনা করেন না।

সহধর্মিণীর যখন প্রথম রোগ ধরা পড়ে তখনকার মানসিক অবস্থা ও স্ত্রীর অস্ত্রোপচারের সময় কারাগারে থাকার আবেগঘন সেই সময়ের স্মৃতিচারণ করেছেন ফেসবুকের সেই পোস্টে ইংরেজিতে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ