স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ দক্ষিন জেলার ১১ টি ইউনিট কমিটি অনুমোদন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২২, শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ দক্ষিন জেলার ১১ টি ইউনিট কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৩, ২০২২ ২:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৩, ২০২২ ২:১৪ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাথে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিম এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা কমিটি নেতৃবৃন্দের যৌথ সভায় স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ দক্ষিণ জেলার ১১ টি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত মোতাবেক এসব কমিটি কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদন ও প্রকাশ করা হয়।
ময়মনসিংহ দক্ষিন জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমুহ :
১.কোতোয়ালী থানা : আহবায়ক : শাহরিয়ার আহমেদ সেলিম, সদস্য সচিব : জাহিদ মোহাম্মদ খান শিমুল সহ ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।
২. মুক্তাগাছা উপজেলা : আহবায়ক : মো: রফিকুল হাসান জনি , সদস্য সচিব : মো: সাঈদ উজ জামান (সাঈদ) সহ ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।
৩.মুক্তাগাছা পৌর : আহবায়ক : এসএম আসাদ আলী (হিরন) , সদস্য সচিব : মো: মনিরুজ্জামান পরাগ সহ ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।
৪. ত্রিশাল উপজেলা : আহবায়ক : মো: মোশাররফ হোসেন, সদস্য সচিব : মো: আজহারুল ইসলাম সহ ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।
৫. ত্রিশাল পৌর : আহবায়ক : সেলিম পারভেজ , সদস্য সচিব : বাবুল আহমেদ বাবু সহ ২৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।
৬. ফুলবাড়ীয়া উপজেলা : আহবায়ক : মো: শফিকুল ইসলাম , সদস্য সচিব : মো: কুদরত-ই-কামাল উজ্জ্বল সহ ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।
৭. ফুলবাড়ীয়া পৌর : আহবায়ক : মো: সেলিম মিয়া , সদস্য সচিব : মো: আলাল আহম্মেদ সহ ২২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।
৮. পাগলা থানা : আহবায়ক : মনিরুজ্জামান মনির , সদস্য সচিব : মাহফুজুর রহমান ও ১ম যুগ্ম আহবায়ক মুখলেছুর রহমান সহ ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।
৯. গফরগাঁও পৌর : আহবায়ক : মো: মাহবুবুল ইসলাম ইমন , সদস্য সচিব : মো: আজহারুল ইসলাম রিজভী সহ ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।
১০. ভালুকা উপজেলা : আহবায়ক : আসাদউল্লাহ চৌধুরী ধ্রæব , সদস্য সচিব : মো: তোজাম্মেল হক বকুল সহ ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।
১১. ভালুকা পৌর : আহবায়ক : মো: মোহাম্মদ আবুল বাশার মন্ডল , সদস্য সচিব : ডা. মো: মাহাবুবুল আলম সহ ২৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ